Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পাশাপাশি বাড়ী দুজনের! সৌরভ ডোনার লাভ স্টোরি হার মানাবে সিনেমার গল্পকেও

কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলি। বাঙালি জীবনের আবেগ। কদিন আগেই ছিল মহারাজের ৫০ তম বার্থডে। আর তার বার্থডে তে তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় করেছিল বিশেষ আয়োজন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ২২ গজের বাইরে সৌরভের জীবনের কাপ্তেন। কিছুদিন আগে যে জনপ্রিয় কুইজ শো এর সঞ্চালক সৌরভ তাতে তিনি এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে জানান যে তার প্রথম প্রেমিকা ছিলেন ডোনা গাঙ্গুলী। যিনি পরবর্তীকালে তার স্ত্রী হয়েছেন। কিন্তু অনেকেরই কৌতুহল বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলী এবং তার যোগ্য সহধর্মিনী ডোনার প্রেমটি কিভাবে জমল।

সেই বিষয়ে জানতে গেলে সময়টা একটু পিছিয়ে দিতে হবে। বেশ অনেক বছর আগের কলকাতা। ইন্টারনেট আর স্মার্টফোনের যুগ তখন নয়। কিন্তু সাদাকালো টেলিভিশন এর সেই যুগেও সৌরভ এবং ডোনার লাভ স্টরি ছিল একেবারে সিনেমার গল্পের মতন। যেমন সিনেমায় থাকে দুটি পাশাপাশি বাড়ি আর সে যাতায়াত থেকেই মিষ্টি প্রেম। তেমনি সৌরভ আর ওনার বাড়ি ও ছিল একদম গায়ে লাগোয়া। একটি সীমানা এপারের বাড়িটি রায় বাড়ি আর ওপারের বাড়িটি গাঙ্গুলী বাড়ি। এতটাই পাশাপাশি বাড়ি যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পৌঁছানো কোন ব্যাপারই নয়। আর এই দুই বাড়ির ছেলে মেয়েই ছিলেন সৌরভ আর ডোনা।

ছোটবেলাটা তাদের কেটেছে খেলার সঙ্গী হিসেবে। তারপর আস্তে আস্তে বড় হয়ে ওঠা। বাড়ির সামনে যখন সৌরভ ব্যাডমিন্টন হাতে খেলতে নামবেন কোনভাবে ডোনার দিকে চোখ পড়ে গেলে তাঁর হাবভাবটাই বদলে যেত। জামার কলার টা একটু তুলে অকারণেই হাসতেন। এমনকি বাংলার দাদা কে খেলতে দেখে ডোনাও সে জায়গা থেকে সহজে যেত না। এমনও শোনা যায় খুব একটা সদ্ভাব ছিল না এই দুই বাড়ির মধ্যে। কিন্তু এতকিছুর মধ্যেও কৈশোর পেরিয়ে তরুণ সবার মধ্যেই যেন সৌরভ আর ডোনার মন দেওয়া-নেওয়ার পর্বটি সম্পন্ন হয়ে যায়।

কলকাতার এক বেশ আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁয় ছিল তাদের প্রথম ডেট। ততদিনে অবশ্য ভারতের জার্সি গায়ে উঠেছে সৌরভের। নিজের প্রথম ম্যাচেই লর্ডসে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এদিকে ডেটে গিয়ে সৌরভ এতটাই খেয়ে ফেলেছিলেন যে নড়তে পর্যন্ত পারছিলেন না। তখন সৌরভ এক ধরনের বড় তারকা খেলোয়াড় হয়ে গেছেন।

তবে প্রেম কাহিনী সুন্দরভাবে এগিয়ে চললেও ডোনার ভয় ছিল ডোনার বাবার খুব একটা পছন্দ ছিল না গাঙ্গুলী বাড়ীর লোকেদের। এই বৈরিতা কথা ভেবে সৌরভ একবার ভেবেছিলাম যে তাঁরা দুজনেই চলে যাবেন রেজিস্ট্রি অফিসে আর বিয়ে করে নিয়ে বাড়িতে জানাবেন। কিন্তু তাঁরা না জানিয়ে এই ভাবে বিয়ে করলে সেই ঘটনা যদি কোনভাবে জানাজানি হয়ে যায় তাহলে তা ধরা পড়বে সাংবাদিকদের ক্যামেরায়। আর ছড়িয়ে পড়বে সারা বিশ্বের সামনে।

তাই একদিন সৌরভ নিজেই পদক্ষেপ নেন। তারা বাবা চন্ডীদাস গাঙ্গুলী এর কাছে গিয়ে ভয়ে ভয়ে সবটা জানান। সৌরভের বাবা চন্ডীদাস গাঙ্গুলী সব শুনে ছেলেকে পরামর্শ দেন যে সে যেন মন নিয়ে খেলা করে বাকি ব্যাপারটা তিনি দেখবেন কি করা যায়। তারপর চন্ডীদাস গাঙ্গুলী নিজেই ডোনার বাবার সাথে আলোচনা করেন। সব শুনে ডোনার বাবাও তো রাগলেন তো নাই উল্টে ভীষণ খুশি হলেন। যতই হোক মেয়ে পছন্দ করেছে প্রিন্স অফ ক্যালকাটা কে। তারপর দুই বাড়ির উদ্যোগে ১৯৯৭ এর ২১শে ফেব্রুয়ারি ধুমধাম করে তাঁদের বিয়ে দেওয়া হয়। এরপর কেটে গেছে অনেক যুগ। সৌরভ ভারতীয় ক্যাপ্টেন সিএবি প্রেসিডেন্ট এবং বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে সকলকে গর্বিত করছে। আর ডোনা হলেন পেশাগত একজন নৃত্যশিল্পী। তাদের মেয়ে সানা গাঙ্গুলী বড় হয়ে পড়তে যাচ্ছেন লন্ডনে। কিন্তু সবকিছুর মধ্যেও সৌরভ আর ডোনার জুটি আজও হিট।

Related posts

তিনবার অস্ত্রোপচারের ফল, চেন্নাইয়ের এক ব্যাক্তির দেহে মিলল পাঁচটি কিডনি!

News Desk

ইয়াস পরবর্তী বাংলায় আসছেন নরেন্দ্র মোদী

News Desk

আনমনাভাবে রেললাইন পার হচ্ছিল ওরা! বন্ধুকে স্টেশনে ছাড়তে এসে আর ফেরা হলো না!

News Desk