Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ছেলের হাতেই ভাইরাল মায়ের গোপন মুহূর্তের ভিডিও! শেয়ার হলো সব আত্মীয়-স্বজনের কাছে

ছত্তিশগড়ের গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহি (GPM) জেলা থেকে একটি অতি লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। এক নারীর অশ্লীল এবং নগ্ন ভিডিও ভাইরাল করেছে তার নিজেরই ১৯ বছরের ছেলে। এই কাজে আরো জড়িয়ে আছেন তার স্বামী। স্বামীর নির্দেশেই ‘ব্যক্তিগত মুহূর্তের’ এই ভিডিও তৈরি করেন মহিলা। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই আলাদা থাকেন। এ ব্যাপারে নিজের স্বামী ও ছেলে উভয়ের বিরুদ্ধে গৌরেলা থানায় মামলা করেছেন ওই নারী। এরপর থেকে বাবা-ছেলে দুজনেই পলাতক। অবশ্য বর্তমানে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, গৌরেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী এক মহিলার তার স্বামীর সঙ্গে অনেকদিন ধরেই নানা কারণবশত বিবাদ চলছে। এ কারণে সে প্রায়ই নিজের বাপের বাড়িতে গিয়ে থাকেন। সম্প্রতি তিনি যখন নিজের স্বামীর বাড়িতে ফিরে আসেন, তখন তার ১৯ বছর বয়সী ছেলে জানায়, তার নিজের মোবাইলে কিছু সমস্যা হচ্ছে এই কারণে সে তার মায়ের মোবাইল চায় কিছুক্ষণ ব্যবহার করার জন্য। মহিলা তাঁকে তার মোবাইল ব্যবহার করতেও দিয়ে দেয়। কিছুক্ষণ পর মায়ের মোবাইল ফেরত দিয়ে দেয় ছেলে। তবে তার আগেই মায়ের গোপন ‘একান্ত মুহূর্ত’-এর ভিডিও ছেলে নিজের মোবাইলে ট্রান্সফার করে নেয়।

মহিলা পুলিশকে জানিয়েছেন, তার মোবাইল নেওয়ার পর ছেলে ওই ভিডিওটি খুঁজে দেখেছে এবং তার বাবার সঙ্গে মিলে সব পরিচিত এবং আত্মীয়দের মধ্যে সেটি ভাইরাল করে দেয়। ভিডিওটি এই ভাবে ছড়িয়ে যাবার পর তিনি বিষয়টি জানতে পেরে ছেলে ও স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। যদিও দুজনেই কিছু বলেননি। এরপরই এই নিয়ে বুধবার থানায় এফআইআর লিখিয়েছেন ওই মহিলা। এরপর থেকেই পিতা-পুত্র পলাতক। ওই নারী বলেন, তার স্বামী বহুদিন আগে তার ওই ভিডিওটি বানিয়েছিলেন।

অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্র কে গ্রেপ্তার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ছেলে বলেছে, মা ভুল কাজ করেছে, তাই বাবার সঙ্গে খালি ঝগড়া করতে থাকে। তার অভিযোগ ছিল তার মা নোংরা অশ্লীল কাজ করে৷ সে শুধুমাত্র এটা বলার জন্যই ওই ভিডিওটি নিজের মাসীকে পাঠিয়েছিল। ভিডিওটি তিনি অন্য কাউকে পাঠাননি। অপরদিকে অভিযোগকারী মহিলা পুলিশকে জানিয়েছেন যে ভিডিওটি তার স্বামী ভরসা দিয়ে বানিয়েছিল যে এটি সুরক্ষিত থাকবে।

ছেলে কাদের কাছে ভিডিওটি শেয়ার করেছিল সেই সব আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Related posts

ঠাট্টা করতেন স্বামী! বডিবিল্ডিং করে তাঁক লাগিয়ে ১৫ বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন ঠাকুমা

News Desk

বিশ্বের সবচেয়ে দামি পায়রার দাম ১৫ কোটি টাকা!! কি এমন বিশেষত্ব আছে এই পায়রায়

News Desk

ভয়াবহ! পরিচারিকার মারধরে ব্রেন হেমারেজ আট মাসের শিশুর! ধরা পড়ল সিসিটিভিতে

News Desk