Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মায়ের লাশ মেঝেতে পুঁতে উপরে ধুপ জ্বালাতো ছেলে? ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এল ভয়াবহ সত্য

মায়ের উপর রাগে ঘরের মেঝেতেই মাকে মেরে পুঁতে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে। শুধু তাই নয় বছর দুইয়ের উপর সেই ঘরেই বসবাস করছিল কীর্তিমান ছেলে। প্রতিদিন সেই ঘরের মেঝের উপর ধূপও জ্বালাতো সে। কিন্তু টের পেতে দেয়নি পরিবারের বাকি লোকেদের পর্যন্ত। অবশেষে ধরা পড়ল সে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে খুনের জায়গায় নিয়ে গিয়েছে। তার দেখানো জায়গাতেই মেঝে খোঁড়াও শুরু হয়েছে। এইদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই ভিড় করেছেন এলাকার বাসিন্দারা। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আর ঘরের মেঝে খুঁড়তেই প্রায় তার চার ফুট নিচ থেকে বেরিয়ে এলো মাথার খুলি, হাড়গোড়। এমন শিউরে দেওয়ার মতন ঘটনা এমন সেখানকার লোকের মুখে মুখে।

বর্ধমান (Bardhaman news) থানার হটুদেওয়ান পীরতলা ক্যানেল পার এলাকার ঘটেছে এমনটা। জানা গেছে মৃত মহিলার নাম সুকরানা বিবি। বয়স ছিল ৫৮। আচমকাই গত ২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। সেইদিন বাড়িতে তার ছোট ছেলে সেখ নয়ন আলি ছাড়া আর কেউ ছিলেন না। পরে মা নিখোঁজ থাকায় ২২ ফেব্রুয়ারি ২০১৯ সুকরানা বিবিকে খোঁজার জন্য বড় ছেলে সেখ কিসমত আলি বর্ধমান থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। কিন্তু মা কে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ঘটনাটি সামনে আনে সেখ নয়ন আলির স্ত্রী। মা নিখোঁজ হওয়ার মাস ছয়েক পরে বিয়ে হয়েছে তাদের। স্বামীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকতো। সেই কারণে ঘর ছেড়ে সে ভাতার থানার এরুয়ারে বাপের বাড়িতে থাকে। বিয়ের পর তার গায়েও হাত তুলতো নয়ন আলি। হুমকি দিত ‘মাকে খুন করে মেঝেতে পুঁতে দিয়েছি। তোকেও খুন করে দেহ গায়েব করে দেব’। এমন হুমকি শুনেই সে প্রাণভয়ে বাপের বাড়িতে ফিরে আসে। এইদিকে ভাইয়ের সংসার ভেঙ্গে যাচ্ছে দেখে নয়নের দাদা কিসমত আলি ভাইয়ের বউ কে ফিরিয়ে আনতে তার বাপের বাড়ী যান। সোমবার তিনি নয়ন আলির স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার
কথা বলতে গেলে নয়নের স্ত্রী নিজের ভাসুর কে জানান এই শাসানির কথা। সে বলে দেয় যে নিজের মা সুকরানা বিবিকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে নয়ন। শুনে রাতে বাড়ি ফিরে আসেন দাদা কিসমত আলি। পরদিন সকালে তিনি পাড়া প্রতিবেশীদের ডেকে এনে ভাই নয়ন আলিকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করেন। সকলের জেরার মুখে ভেঙে পড়ে নয়ন। স্থানীয়দের কাছে স্বীকার করে নেয়, নিজের মাকে খুন করে ঘরের মেঝের তলায় পুঁতে দিয়েছে।

কিন্তু কেন মেরে ফেলল সে নিজের মাকে। পুলিশ ও আশে পাশের পাড়া প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, মা সুকরানা বিবির ঘুরতে বেড়াতে যাওয়ার নেশা ছিল। প্রায়শঃই তিনি বেড়িয়ে পড়তেন। মায়ের এমন ঘুরে বেড়ানোর স্বভাব না পসন্দ ছিল ছোট ছেলের । বার বার সে মাকে মানা করতো। জানা যায়, এই চুড়ান্ত পর্যায়ে পৌঁছলে নয়ন মুগুর দিয়ে মা সুকরানার মাথায় আঘাত করে। তারপর নয়ন মাকে শ্বাসরোধ করে খুন করে বলে জানা গিয়েছে। এই ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না তাই সকলের চোখের আড়ালে রাতারাতি মাটির ঘরের মেঝে খুঁড়ে ফেলে সেখানে মা সুকরানার লাশ পুঁতে দেয় নয়ন। দ্রুত সেই জায়গার মেঝে মাটি দিয়ে ভরাট করে দেয় সে। অবশেষে উদ্ধার হল সেই কঙ্কাল। এই কঙ্কাল নয়নের মা সুকরানার বিবিরই কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এমনটাই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related posts

সত্যিই কলকাতা থেকে বাস যেত সুদূর লন্ডনে! জানেন পৃথিবীর দীর্ঘতম এই বাস রুটের কাহিনী?

News Desk

বাঁচতে পারেন ১৫০ বছর পর্যন্ত! বলছে গবেষণা

News Desk

এই ভয়ঙ্কর জায়গায় দেওয়া হতো সমকামী হওয়ার শাস্তি! বন্দী করা হতো সমকামী পুরুষদের

News Desk