কন্ডোম পরে যৌন মিলনে সচ্ছন্দ নন? আবার কন্ডোম ছাড়াও বা পিল না থাকলেও বিনা নিরাপত্তায় যে আপনি যৌনতায় লিপ্ত হবেন, সেই সাহসও পাচ্ছেন না৷ এমন পরিস্থিতিতে কি করবেন ভেবে নাজেহাল? এমন পরিস্থিতিতে পরে ভয়ে থাকেন অনেক ৷ কিন্তু যদি এই সময় কাজ হয়ে যায় একটি ছোটো খাটো গয়না পরলেই। অবাঞ্চিত গর্ভধারণের সমস্যা থেকে যদি মুক্তি দিতে পারে একটিমাত্র কানের দুল কিংবা কব্জিতে বাঁধা হাতঘড়ি৷ হ্যাঁ, ঠিকই দেখলেন৷ নতুন এক গবেষণা বলছে, কানের দুল, গলার হার কিংবা হাত ঘড়ি নাকি কন্ডোম কিংবা গর্ভনিরোধকের কাজ করে দিতে পারে৷ যৌন মিলনের সময় অঙ্গে এগুলি থাকলে আটকানো যেতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ৷
কিছুদিন আগে এই ধরনের গয়নাটি তৈরি করেছে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। গবেষকদের দাবি, যা কিছু হতে পারে গয়নাটি যেমন কানের দুল কিংবা গলার হার অথবা হাতের চুরি বা ঘড়িও৷
‘কনট্রাসেপটিভ হরমোন’ গয়নার মধ্যে লাগিয়ে দেওয়া হবে৷ ট্যাবলেটের আকারে ওই ‘কনট্রাসেপটিভ হরমোন’ আটকে দেওয়া হবে গয়নায়৷ গয়না পরলেই ওই হরমোন আসবে ত্বকের সংস্পর্শে। আর সাথে সাথেই ওই হরমোন মিশে যাবে নির্দিষ্ট ব্যাক্তির রক্তে৷ এর কারণে পরনের গয়না হয়ে উঠবে গর্ভনিরোধক৷ ওই গয়না পরে নিজের, স্বামী, স্ত্রী বা সঙ্গিনীকে নিয়ে যতবারই সেক্স করুন না কেন, অবাঞ্ছিত গর্ভধারণ কখনোই হবে না বলে দাবি গবেষকদের৷ যৌন মিলনের সময় কনট্রাসেপটিভ পিলের এবং কন্ডোম ব্যবহারের ক্ষেত্রেও অনীহা রয়েছে বহু মানুষের ৷
সেক্ষেত্রে এই গয়না ব্যবহারে করলে যদি হয় সমস্যার সমাধান তাহলে এড়ানো যাবে অবাঞ্ছিত গর্ভধারণ , অনুমান গবেষকদের৷
এখন নিশ্চয়ই পরিকল্পনা করছেন প্রেমিকাকে আগামী জন্মদিনে কিংবা স্ত্রী কে সামনের বিবাহবার্ষিকীতে এমন একটি গয়না উপহার দেওয়ার৷ যাতে পরবর্তী সেক্স হয় সুরক্ষিত৷ কিন্তু না, এখনই তা সম্ভব নয়। কারণ, মানব শরীরে পরীক্ষা হয়নি এই গর্ভনিরোধ করা হরমনের। মানব শরীরে কাজ করবে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা৷
কারণ, এই যাবৎ শুধুমাত্র ইঁদুর এবং শূকরের উপর এই হরমোনের পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু সাফল্য এসেছে বলেই দাবি গবেষকদের৷ কিন্তু মানব শরীরে এই কন্ট্রাসেপটিভ হরমনের পরীক্ষা সফল না হওয়া পর্যন্ত ‘কনট্রাসেপটিভ গয়না’র কথা ভুলে সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম কিংবা ওষুধের উপর ভরসা রাখুন৷