Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

টলিপাড়ায় বন্ধ শ্যুটিং! কাল থেকে কি হবে আপনার প্রিয় ধারাবাহিকের?

আক্রান্ত বহু তারকা, টলিপাড়ায় বন্ধ হয়ে গেল সিনেমা সিরিয়ালের শ্যুটিং!
আবারও ফিরে এল ২০২০ সালের লকডাউনের স্মৃতি। ৩০ মে পর্যন্ত সারা রাজ্যে জারি হয়েছে লকডাউন (State Lockdown)। লকডাউনের প্রভাব পড়ল বিনোদন জগতেও। আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল বাংলা সিরিয়ালের শুটিং। শুধু তাই নয় টলি পাড়ায় সব সিরিয়াল ও সিনেমার শুটিং। ফলে আবারও একবার শ্রীময়ী, খড়কুটো, মহাপিঠ তারাপীঠ, ধ্রুবতারা, রানি রাসমনির মতো ইত্যাদি জনপ্রিয় সিরিয়ালগুলির গুলির শুটিং আপাতত বন্ধই থাকছে। তাহলে উপায়?


কাল থেকে কি আর দেখা যাবে না আপনার পছন্দের সিরিয়াল ? এই ব্যাপারে জানা যাচ্ছে আপাতত ব্যাংক করা এপিসোড সম্প্রচারিত হবে। ব্যাংক করা এপিসোড বলতে আগের থেকে শুটিং করা যেসমস্ত এপিসোড এডিটিং হয়ে সম্প্রচারের জন্যে তৈরি আছে সেই সমস্ত এপিসোড। সেই এপিসোড গুলির ভান্ডার ফুরিয়ে গেলেই তারপর পুরনো এপিসোড দেখেই সন্তুষ্ট থাকতে হবে দর্শককে যত দিন না আবার নতুন করে শুটিং হচ্ছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বিনোদন জগতের বহু কলা কুশলী। সেই তালিকায় নাম রয়েছে ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnakishor Mukherjee), চৈতী ঘোষালের (Chaiti Ghoshal) সহ অনেকের।

আগেই শুটিং করতে গিয়ে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন একের পর এক কলা-কুশলী। আক্রান্ত হয়েছিলেন রানি রাসমণি দীতিপ্রিয়া রায় (Ditipriya Roy), শ্রুতি দাস (Shruti Das), পায়েল দে (Payel De) এবং দ্বৈপায়ন দাস (Dwaipayan Das)-এর মতো অভিনেতারা। সম্প্রতি করোনা থেকে সেরে উঠে আবারও কাজে যোগ দিয়েছেন এনারা।

কোভিড বিধি শিথীলতার কারণে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকই। যার কারণে শুটিং চালানোর জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করার পরিকল্পনা নিয়েছিলেন টলি পাড়ার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে শনিবার রাজ্যে আবারও ঘোষিত হয় ১৫ দিনের কড়াকড়ি লকডাউন। এতে ভালই বিপাকে পড়ল টলিপাড়া। রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তাই সিনেমা-সিরিয়ালের সমস্ত শুটিং বন্ধ রাখতে হবে রবিবার থেকে। অর্থাৎ আগামী কিছুদিন দর্শকদের সময় কাটবে রিপিট টেলিকাস্ট দেখেই।

Related posts

আর্থিক বিপর্যয়ে পড়েছেন কঙ্গনা, অর্থের অভাবে পড়েছেন বড় সমস্যায়, দাবী অভিনেত্রীর

News Desk

সবসময় পকেটে কন্ডোম নিয়েই নাকি ঘোরেন রণবীর! কি কারণে জানালেন নিজেই

News Desk

শাহরুখের প্রাসাদপ্রতীম ‘মন্নত’-এর আসল মালিক কে ছিলেন জানেন? দরদাম করে কিনেছিলেন কিং খান

News Desk