Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মধ্যরাতে সিগারেট ও খাবার দিতে অস্বীকার ওয়েটারের! হোটেলে গুলি চালাল অতিথি.. তারপর!

মধ্যরাতে হোটেলে থাকা অতিথির সিগারেট ও খাবারের চাহিদা পূরণে ওয়েটার অস্বীকৃতি জানালে অতিথি গুলি চালায়। ঘটনাটি হিমাচল প্রদেশের রাজধানী সিমলার। পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ছোট সিমলার সদর থানার অন্তর্গত। হোটেল কিউ ক্যাফের ম্যানেজার পুলিশের কাছে অভিযোগে জানান, ১৯ সেপ্টেম্বর এক ব্যক্তি তার হোটেলে অবস্থান করছিলেন। মধ্যরাতে হোটেলের ক্যামেরায় দুই রাউন্ড গুলি ছোড়েন এই অতিথি। গুলি চালানোয় অভিযুক্ত বিশ্বনাথ দুপুর ২টার দিকে ওয়েটারের কাছে খাবার ও সিগারেট চায়। এ নিয়ে মধ্যরাতে ওয়েটার কায়দারনাথ সার্ভিস দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিশ্বনাথ হোটেলের কামরায় নিজেকে লক করে নেন এবং তারপর বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চালান। ওয়েটারকে মেরে ফেলারও হুমকি দেয়।

হোটেল ম্যানেজারের অভিযোগে পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এসএইচও বিকাশ শর্মা বিষয়টি তদন্ত করছেন।

নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সিমলার রামপুরে এক মহিলার শ্লীলতাহানির ঘটনাও সামনে এসেছে। এখানে মহিলার অভিযোগ, তিনি যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন তাঁর ৫০ বছর বয়সী দেওর ঘরে প্রবেশ করেন। অভিযুক্ত তাকে শ্লীলতাহানি করে। এ ব্যাপারে সিমলার রামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related posts

করোনাকালে আশ্বাস মোদির , জেনে নিন কি আশ্বাসের কথা বললেন তিনি ?

News Desk

রাজপরিবারে পালিত হয় ব্রিটিশ রানীর দুটি জন্মদিন ,কেন এই অদ্ভুত নিয়ম? জেনে নিন

News Desk

সিংয়ের গুঁতো খেয়ে মৃত! আদালতে বিচারে দোষী সাব্যস্ত ভেড়া! জানেন কি শাস্তি শোনানো হলো?

News Desk