পর্ন কান্ড ঘিরে নাম জড়ানোয় আপাতত জেল হেফাজতেই রয়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। মঙ্গলবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন সূত্র থেকে মেলা খবর অনুযায়ী, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যদিও এই পর্নোগ্রাফি ঘিরে তদন্তের স্বার্থে রাজ কুন্দ্রাকে তাঁদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল।
এসবের মাঝেই পুলিশ জেরা করেছে শিল্পাকেও। জানা যাচ্ছে যখন রাজ-শিল্পার বাড়িতে রাজ কুন্দ্রা কে শিল্পা শেঠীর সামনে নিয়ে যান তদন্তকারী পুলিশের টিম, সেই সময় নাকি সকলের সামনেই স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাদে জড়ান শিল্পা শেঠি।সংবাদ সংস্থা এএনআই (ANI) কে পূলিশ সূত্র জানিয়েছে , মঙ্গলবার জুহুর বাড়িতে ৬ ঘণ্টা সওয়াল জবাব চলাকালীন রাজের উপর চিৎকার করে ওঠেন শিল্পা এবং পরে কান্নায় ভেঙে পড়েন৷ জিজ্ঞাসা করেন কি দরকার ছিল এই সব কিছুর?
কান্নায় ভেঙে পরা শিল্পা কে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাই নাকি শান্ত করেন।জেরা চলাকালীন শিল্পা দাবি করেন যে হটশটস মোবাইল অ্যাপ (HotShots), -র সঙ্গে তার কোনও যোগ নেই৷ এই অ্যাপেই পর্ন ব্যাবসা চলত রাজ কুন্দ্রার। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, শিল্পা শেঠির এই বয়ানের সত্যতা যাচাই করতে তার ফোন ক্লোনিং করার প্রস্তুতি চলছে।
কারণ, একসময়ে শিল্পা ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টরদের মধ্যে ছিলেন। পরে অবশ্য সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিল্পা। তাই ফোন ক্লোন করে তার ফোনের সব তথ্য খতিয়ে দেখবে তদন্তকারী টিম। সেই সঙ্গে শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কিনা কিংবা কোনো তথ্য মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিনা, সেসবও খোঁজ করা যাবে।
জানা গেছে জেরা চলাকালীন শিল্পাকে রাজ বারবার দাবি করেন তিনি নির্দোষ৷ তিনি আসল পর্ন ছবি বানাচ্ছিলেন না, তৈরি হচ্ছিল ইরোটিকা ছবি (Erotic Film)৷ এমন বহু চলচ্চিত্র হামেশাই তৈরি হচ্ছে বলিউডে এবং ডিজিটাল মাধ্যমে তা চলছেও৷ তিনি যে নির্দোষ প্রমাণিত হবেন, তা জোর দিয়েই শিল্পা কে বলেন রাজ কুন্দ্রা৷ জানা যাচ্ছে স্বামীর এই বয়ানকে শিল্পা সমর্থনই জানিয়েছেন।