Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘ আমি কি দেখতে রাজ কুন্দ্রার মতো?’ হঠাৎই কেন চটে গেলেন শিল্পা শেঠী

বলিউডের বহু চর্চিত নাম শিল্পা শেট্টি। এই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা বলিউডের সাথে বেশ পরিচিত। সম্প্রতি পর্ণগ্রাফি কাণ্ডের মূল দোষী হিসেবে গ্রেফতার হয়েছেন। এই ঘটনার প্রায় দুমাস পর ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন। বেশ কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রাজ কুন্দ্রার নাম আসছে। আবার অপরদিকে ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে সর্বত্র অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কে। এমন অবস্থা হয়েছিল যেন শিল্পা শেট্টি নিজের কাজ হারিয়ে ফেলবেন। মুম্বাই পুলিশ এর ক্রাইম ব্রাঞ্চ তাকে অনেকবার জেরাও করেছিল । যেখানে তিনি বলেছিলেন তিনি জানেন না রাজের ব্যবসায়িক কোনও কাজের ব্যাপারেই!

সম্প্রতি একটি অনুষ্ঠানে Shilpa Shetty –কে ঘিরে ধরেন মিডিয়া, মিডিয়ার সামনে আসার পর। নানা প্রশ্ন করতে থাকেন তাঁকে তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে। আর এবার রাজকে নিয়ে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখতেই ক্ষেপে গেলেন তিনি। বেশ রেগে যান শিল্পা সংবাদমাধ্যমের ওপর তাদের করা প্রশ্ন শুনে। Shilpa জবাব দেন । ‘আমি কি রাজ কুন্দ্রা? নাকি আমাকে দেখেতে রাজ কুন্দ্রার মতো’? এই প্রশ্ন করেন শিল্পা মিডিয়ার কাছে।

‘ আমি দুটো শর্ত মেনে চলি পাবলিক ফিগার হিসেবে, তুমি কখনও অভিযোগ করতে পারবে না, আর কখনই জবাবদিহি করবে না কাওকে! এটাই আমার জীবন দর্শন।’, বলেছেন শিল্পা।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে প’র্ন ভিডিও বানানো ও তা অ্যাপের মারফত ছড়িয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এমনকি যথেষ্ট প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে। কিন্তু এবার স্ত্রী শিল্পা শেঠীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। জেল থেকে স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা বেরোনোর পর, তাঁর প্রতিক্রিয়া কী? দুজনের দাম্পত্যে চিড় ধরেছে বলে শোনা গিয়েছিল। নায়িকা রাজের বাড়ি ছাড়তে চলেছেন । শিল্পা এবার কি সেই সিদ্ধান্তের পথেই পা বাড়ালেন ! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন।

Related posts

টপলেস হয়ে বেডরুম থেকে ছবি পোস্ট করলেন উরফি জাভেদ! বোল্ড লুকে ঘায়েল নেটিজনেরা

News Desk

জন্মসূত্রে হিন্দু দিলীপ কুমার যেভাবে হলেন আজকের এ আর রহমান!

News Desk

এয়ারপোর্টে বেসামাল হয়ে প্রস্রাব করছেন শাহরুখের ছেলে! জানুন ভাইরাল ভিডিয়োর আসল সত্যি

News Desk