Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

অবশেষে মাদক কাণ্ডে জামিন পেল আরিয়ান খান, শাহরুখ পুত্রের মুক্তির আনন্দে ভাসল বলিউড

অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সাম্বরে তাঁর জামিন মঞ্জুর করেন। আরিয়ান খানের হয়ে এদিন আদালতে সওয়াল করেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। দিওয়ালির আগেই আলো জ্বলল মন্নতে। অবশেষে ঘরে ফিরবে ছেলে।

এনসিবি মাদক কাণ্ডে একটি বিলাসবহুল ক্রুজ থেকে গত ২ অক্টোবর আরিয়ান খানকে আটক করে। পরদিন তাঁকে গ্রেফতার করা হয়। ৮ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকার পর তাঁকে আর্থার রোড জেলে জেল হেফাজতে পাঠানো হয়। তারপর থেকে সেখানেই এতদিন ছিলেন আরিয়ান।

এদিন আরিয়ানের পক্ষে সওয়াল করতে গিয়ে মুকুল রোহতগি বলেন, ক্রুজে যে পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতারের কথা বলা হচ্ছে সেই পার্টি শুরু হওয়ার আগেই আরিয়ানকে আটক করা হয়। অথচ তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি।

মাদক উদ্ধার হয়েছিল আরবাজ মার্চেন্টের জুতোর মধ্যে থেকে। অন্য কে মাদক নিয়ে পার্টিতে হাজির হয়েছে তা আরিয়ানের জানার কথা নয়। তাঁর মাদক সম্বন্ধে কিছু জানা ছিলনা। তাছাড়া সেদিন মাদক সেবনের অভিযোগ আনা হয়েছে আরিয়ানের বিরুদ্ধে। তাই যদি হবে তাহলে কেন তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়নি। মেডিক্যাল পরীক্ষা ছাড়াই একজনকে মাদক মামলায় গ্রেফতার করা হল।

শাহরুখ পুত্র আরিয়ান খানের সমর্থনে আরও একবার মুখ খুললেন অভিনেতা হৃতিক রোশন। আরিয়ানের জামিন প্রক্রিয়া বিলম্বিত হওয়াকে ‘সত্যিই দুঃখজনক’ বলেছেন কৃষ অভিনেতা।

অভিবাদন জানিয়েছেন গায়ক মিকা সিং ও। মালাইকা অরোরা খানও, শানায়া কাপুরও আনন্দ প্রকাশ করেছে।

Related posts

দরকারে গৃহবন্দি, তাও জামিন চান! জেল থেকে বেরোতে চেয়ে আদালতে আবেদন পার্থের

News Desk

সকলে বাড়ি ফেরা না পর্যন্ত তিনিও ফিরবেন না। ধোনির সিদ্ধান্তকে কুর্নিশ সিএসকে পরিবারের

News Desk

ফুলশয্যার রাত কাটতে না কাটতেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল বর! হতবাক সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবার

News Desk