Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

বিনা কনডোমে প্রতিবার সেক্সেই রক্ত ঝরছে , কী করণীয়?

আমার প্রেমিকের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে কয়েক বছরের। কনডোম ছাড়া আমরা দু’বার সেক্স করেছি। কিন্তু, সেই দু’বারই আমার রক্তপাত হয়েছে। তবে কনডোম পরে সেক্স করলে, কোনও অসুবিধে হয় না। শেষবার যখন কনডোম ছাড়া সহবাসের পর প্রচুর রক্তপাত হয়েছিল। আমি কি এখন সহবাস করতে পারব? কোনও উপায় থাকলে, যদি জানান। এমনই সমস্যার সম্মুখীন হন বহু তরুণী। এর সমাধান কি। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সহবাসের পর রক্তপাত খুবই সাধারণ ব্যাপার। যদি তা প্রথমবার সহবাস হয়। কিংবা যদি দীর্ঘদিন বাদে হয় সেক্ষেত্রে রক্তপাত হয়। প্রায় সব মেয়েরই এই অভিজ্ঞতা হয়। যদিও এর থেকে বিশেষ কোনও অসুবিধে হয় না, কিন্তু রক্তপাত বেশি হলে তা অবশ্যই ক্ষতিকারক। এছাড়াও জোর করে সহবাস করলে যোনিপথ শুষ্ক থাকে, ফলে তখন বাইরের আঘাতেও রক্তপাত হতে পারে।

বিনা কনডোমে প্রতিবার সেক্সেই রক্ত ঝরছে , কী করণীয়?

কখন ঝুঁকি হতে পারে?

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন কিংবা স্তন্যপান করাচ্ছেন এমন ক্ষেত্রে যদি কনডোম ছাড়া সেক্স করেন সেক্ষেত্রে রক্তপাত হলে ঝুঁকি আছে।
একাধিক ব্যক্তির সঙ্গে কন্ডোম ছাড়া সেক্স করলে তা ঝুঁকির কারণ হতে পারে।
যাঁদের জরায়ুতে সমস্যা রয়েছে, সিস্ট বা ক্যানসার রয়েছে, যাঁদের মেনোপজ হয়ে গেছে, তাঁদের যদি কনডোম ছাড়া সেক্স করলে রক্তপাত হয় সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কাও থাকে।

এছাড়াও যদি যোনিমুখ শুকনো থাকে সেক্ষেত্রেও যৌনতার পর রক্তক্ষরণ হতে পারে।

এছাড়াও যৌনরোগ ক্ল্যামিডিয়ার ফলেও রক্তপাত হতেই পারে। তবে এক্ষেত্রে জ্বালা, প্রদাহ-সহ আরও নানা উপসর্গ থাকে। অনেক সময় এন্ডোমেট্রিয়াল আস্তরণের মধ্যে টিউমার হয়। সেখান থেকে ছোট ছোট রক্তনালীতে রক্তপাতের সম্ভাবনা থাকে।

পিরিয়ডও হতে পারে?

সামনেই পিরিয়ডের ডেট। বা সদস্য শেষ হয়েছে, এই অবস্থায় যদি সেক্স করেন, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। কারণ পিরিয়ডের আগে জরায়র দেওয়ালে যদি তীব্র বেগে ঘর্ষণ হয় তাহলে রক্তপাত হতে পারে। আর এই সময় যোনিপথ শুকনো থাকে। ফলে যোনিতে আঘাতের ফলে রক্তপাত হতেই পারে। আর যদি প্রায়শই রক্তপাত হতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। যোনিপথ দিয়ে এরকম রক্তপাত ক্যান্সারের লক্ষণ। এই অবস্থায় কোনও মতেই সহবাস করবেন না।

যাঁরা সদস্য মা হয়েছেন, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এই অবস্থায় কোনও রকম শারীরিক মিলনের মধ্যে যাবেন না। এতে শরীরের ক্ষতি হয়। সহবাসের সময় সবসময় চেষ্টা করুন কনডোম ব্যবহার করতে। বিনা কনডোমে যৌন জীবন কিন্তু সুরক্ষিত নয়। নানারকম সমস্যা আসতেই পারে।

Related posts

কোভিশিল্ড-কোভাক্সিন দুই টিকার মিশ্র ডোজের ফল বিপদজনক হতে পারে, সতর্কতা সাইরাস পুনাওয়ালা

News Desk

নিজের পোষা কুকুরের সাথেই সম্পর্কে লিপ্ত মহিলা! সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা…

News Desk

দুই সন্তানের মা চালাত মধুচক্র! ফাঁদে পড়ে অশ্লীল ভিডিও তৈরী হয়ে গেল ব্যবসায়ীর! তারপর

News Desk