Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

লজে মাঝেমধ্যেই আসত কিছু পুরুষ ও মহিলারা! পুলিশ হানা দিতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য

রাজ্য তথা দেশ জুড়ে বারবার উঠে আসছে মধুচক্র সংক্রান্ত ঘটনা। বারে বারে ফাঁস হচ্ছে অবৈধ যৌনতার (Illegal Sex Racket) কার্যকলাপের ঘটনা। তেমনই একটি বড় ঘটনার কথা সামনে এসেছে দোলের আগে। অবৈধ দেহ ব্যবসা ঘিরে এক বিশাল চক্রের পর্দাফাঁস হলো! লজ ব্যবসার নেপথ্যে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎ করেই অভিযান চালিয়ে এই আসর ভাঙলো পুলিশ। ধরা পড়ল মধুচক্রের সাথে যুক্ত অনেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।

ব্যস্ত ডেবরা বাজারের মধ্যে অবস্থিত ইলোরা লজ। এলাকার প্রায় সকলেরই বেশ পরিচিত এই লজ। কেউ কর্মসূত্রে গেলে ঘর ভাড়া দেওয়া হতো সেখানে এমনটাই জানতেন সকলে। কিন্তু এই ঘর ভাড়া দেওয়ার লজ ব্যবসার আড়ালে যে এমন কাণ্ড কারখানা চলছিল সেটা কারো ধারণাতেও আসেনি। পুলিশি অভিযানে পর্দা ফাঁস হতেই তাই হতবাক স্থানীয় বাসিন্দারা। অবশ্য এলাকায় অনেক দিন ধরেই কানাঘুষো কথা বার্তা চলতো।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় ডেবরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধ মধুচক্র চালানোর। অভিযোগের তির ছিল দুটি লজের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই বারংবার নানা অভিযোগও উঠছিল। সেই অভিযোগ যাচাই করে দেখতে অতর্কিতে পুলিশ বুধবার ইলোরা লজে হানা দেয়। তারপরেই সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিক সহ আরও পাঁচজনকে। তবে এটা নতুন না এর আগেও বহুবার এই হোটেলে হানা দিয়েছিলো পুলিশ। কিন্তু প্রতিবারই পুলিশ সাফল্য পায়নি। ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও ডেবরা থানার (Dobra Police Station) ওসি প্রনব পাত্র ওই হোটেলে এরপর বুধবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। লজের মালিক মিন্টু বেরাকেও গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন মেয়েকেও উদ্ধার করা হয়েছে। আজকে তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে।

Related posts

তৃতীয় স্বামীকে প্রেমের প্রমান দিতে দ্বিতীয় পক্ষের মেয়েকে জীবন্ত জ্বালিয়ে দিলেন মহিলা!

News Desk

এক বছরের সম্পর্ক! বিয়ের প্রস্তুতি, আচমকাই বাগদত্তার আসল পরিচয় জেনে স্তম্ভিত প্রেমিকা

News Desk

‘সিঙ্গাড়া প্যাক করার সময় প্লেট-চামচ দেয়নি’, মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করলেন গ্রাহক! তারপর..

News Desk