Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অলিম্পিকে সাফল্যের পিছনে নিয়মিত সেক্স! চাঞ্চল্যকর দাবি ৩বার অলিম্পিকে সোনাজয়ী সাঁতারুর

কঠোর পরিশ্রম বা নিয়মিত অনুশীলন নয়, তাঁর খেলোয়াড়ি জীবনের সাফল্যের পিছনে রয়েছে নিয়মিত সেক্স! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার এক সোনার মেডেল জেতা সাঁতারু।

রাশিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন এলা শিশকিনা বিশ্বের সেরা সাঁতারু অ্যাথলিটদের মধ্যে অন্যতম। তিনি যৌন সঙ্গম কে এক ধরনের শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধির উপায় বলেই মনে করেন। এলা জানালেন, কোনো ইভেন্টের আগে নিজের সেরাটা উজার করে দেওয়ার জন্যে তিনি প্রত্যেক ম্যাচের আগে সেক্স করা আবশ্যক বলেই মনে করেন। পাশাপাশি আরও বলেন, সাঁতারের ইভেন্টের আগে সেক্স তাঁর এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।

টোকিয়ো অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন এলা শিশকিনা। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক গেমে সোনার পদক জিতে এনেছিলেন এলা। এরপরে রাশিয়ার এক সংবাদমাধ্যমে তার সাফল্য ও ধারাবাহিকতার রহস্য কি সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে এলা বলেন নিয়মিত সেক্স তাঁর সাঁতারের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

তিনি বলেছেন, ‘আমি বিজ্ঞান, গবেষণা এবং চিকিৎসকদের দেওয়া পরামর্শকে যথেষ্ট বিশ্বাস করি। আমি এই ব্যাপারে আমার নিজস্ব চিকিৎসক ডেনিসের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছি। ডেনিস জানায় চিকিৎসা বিজ্ঞান একথা স্বীকার করেছে যে যদি আপনাকে পেশাদার খেলাধুলোয় যদি নিজের সেরাটা উজাড় করে দিতে হয়, সেক্ষেত্রে যৌনতা অন্যতম ভালো পন্থা।’

তিনি আরও জানিয়েছেন, ম্যাচের আগে যৌনসম্পর্ক যেকোনো অ্যাথলিটকে আরও আক্রমণাত্মক করে তোলে। টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়লে শারীরিক শক্তি অনেকাংশে বৃদ্ধি পায়। ফলে নিজের আগামী কোনো খেলাধুলার ইভেন্টে সাফল্য পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

তিনি সাথে আরও যোগ করেন, কিন্তু যদি আপনাকে নিজের অ্যাথিলিট হিসাবে ক্যারিয়ার সুদীর্ঘ করতে হয় আর অনেকটা সময়ের জন্য খেলাধুলোয় নিজের স্থান টিকিয়ে রাখতে হয় সাফল্য এর সাথে তাহলে আমি কখনই সেক্সকে প্রাথমিক গুরুত্ব দেব না। প্রত্যেককে নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করা উচিত।

Related posts

তাহলে কি এই বছরের মত বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? কি ভাবে হবে রেজাল্ট

News Desk

করোনা মিটলেও কি চলবে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাবস্থা! কি বলল দেশের সব থেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা

News Desk

স্বামী থাকে বিদেশে! একাকীত্ব কাটাতে বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ঝোঁক’, এরপরই গৃহবধূ যা করলেন

News Desk