করোনা আক্রান্ত হয়ে সেরে উঠলে শরীরে কতদিন অবধি থাকে করোনার অ্যান্টিবডি। দ্বিতীয়বার করোনা আক্রান্তের সম্ভবনাই বা কতটা? প্রকাশিত হল ল্যানসেটের এক প্রতিবেদনে।
একবার কোভিড আক্রান্ত হলে তার পরের ১০ মাসের মধ্যে তার দ্বিতীয় বার সংক্রমণের সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ কমে যায়। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি আর্টিকেলে। ল্যানসেট থেকে প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, একবার করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার পরের চারমাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা ৮৫ শতাংশ কম থাকে। সম্প্রতি করোনা আক্রান্তদের ওপরে একটি পরীক্ষা চালানো হয়। তার ভিত্তিতে দেখা যায়, যারা একবার কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে অ্যান্টি করোনা অ্যান্টিবডি প্রায় ১০ মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের রিসার্চের নার্সিং হোমে বসবাসকারী প্রায় ২০০০ জন আবাসিক ও কর্মী সদস্যের কেস ফাইল নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। প্রায় ১০০ নার্সিহোমে অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে তাঁদের ওপর এই গবেষণা চালানো হয়েছিল। আবাসিক ও কর্মীদের প্রায় ১০০ জনের মধ্যে ৩৩ জনের মধেই অ্যান্টিবডি টেস্টের ফল পজিটিভ এসেছে, যার থেকে আগে এরা করোনা তে আক্রান্ত এমন তথ্য পাওয়া যায়।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষণায় দেখা গিয়েছে যে, যে হোস্টেলে বসবাসকারীরা করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ১০ মাসের মধ্যে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যারা কখনও নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি , তাঁদের তুলনায় ৮৫ শতাংশ কম। আবাসিকদের মধ্যে যাঁরা কোভিড- এ আক্রান্ত হয়েছিলেন, তাঁদের যাঁরা করোনা আক্রান্ত হননি, তাঁদের তুলনায় ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ কম।