Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা অতিমারির সময়ে ঘরের দুয়ারে ব্যাঙ্ক, ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবায় কি কি সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, দেখে নিন

ব্যাঙ্কিং এবারে ডোরস্টেপ। অর্থাৎ এবার থেকে ব্যাঙ্কের কাজ ঘরে বসেই হবে। জনগণের স্বার্থে এই বিশেষ পরিষেবা করোনা আবহে চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

যতই করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব গোটা দেশেই কিছুটা কম থাকলেও চোখ রাঙাচ্ছে কিন্তু তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এবার স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের চাপ কমানোর বিষয়টিও বিশেষ নজর দেওয়া হয়েছে সেই অবস্থার কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ। স্টেট্ ব্যাংক এর এই পরিষেবা চালু করা হল করোনা অতিমারির আবহে।

sbi bringing news changes from July 1st

এসবিআইয়ের এই নতুন পরিষেবার সৌজন্যে ঘরে বসেই পাওয়া যাবে বিভিন্ন পিক আপ, ডেলিভারি সার্ভিসেস। গ্রাহকদের ঘরের দরজায় পৌঁছে যাবে স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়ার চেক, ড্রাফট, পে অর্ডার থেকে নতুন চেক বুক, রিকুইজিসন স্লিপ, আইটি চালান, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রিকোয়েস্টের মতো পিক আপ সার্ভিসেস ।

এবার ডোরস্টেপ সার্ভিসেসের আওতায় এসবিআই এর ড্রাফট, পে অর্ডার থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, টিডিএস, ফর্ম সিক্সটিন বা গিফট কার্ড, সমস্ত ডেলিভারি সার্ভিসও৷ এবার ঘরে থেকে আসবে ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের আওতায় ক্যাস উইলড্রল থেকে পেনশনারদের জন্য ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটও।

রেজিস্টার করতে হবে ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস পেতে। দুটি টোল ফ্রি নম্বর যার জন্য দেওয়া হয়েছে। দুটির মধ্যে প্রথমটি 18001213721 ও আর একটি 180010371881। এই ডোরস্টেপ ব্যাঙ্কিং মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে গ্রাহকদের রেজিস্ট্রেশন ও বাকি কাজের সুবিধা পেতে সাহায্য করার জন্য।

bank.sbi/dsb ওয়েবসাইটে ভিসিট করুন ডোরস্টেপ ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানতে।

Related posts

এই সমাধি খননকারীদের হয়েছিল চরম পরিণতি! তুতানখামেনের মমি কি সত্যিই অভিশপ্ত?

News Desk

ইসকনের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে RBI আনল ১২৫ টাকার কয়েন! জেনে নিন কোথা থেকে পাবেন

News Desk

উত্তরপ্রদেশের ব্রিজ থেকে মৃতদেহ ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২

News Desk