Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জিওফোন নেক্সটের থেকে অনেক কম দামে স্মার্টফোন এনে চমক Samsung এর! জেনে নিন ফিচারস

জনপ্রিয়তা এই কারণেই হয়েছিল যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম হবে অর্থাৎ কম দাম হবে! কিন্তু, সেটা তো হলোই না উল্টে দাম বেশি হলো? অনেক মিডিয়া বা বিজ্ঞাপনের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে জানা গিয়েছিলো যে এই জিও ফোন নেক্সট এর দাম হবে 3000-3500 টাকা। কিন্তু, জিও ফোন নেক্সট এর দাম গত শুক্রবারই কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে জনগণ কে। বাজারে জিও ফোন নেক্সট এর দাম হবে 6499 টাকা যদি EMI অফার বাদ দিয়ে দাম বলা হয়। যা প্রত্যাশা করা হয়েছিল তার থেকে প্রায় হাজার তিনেক টাকা বেশি দাম রাখা হয়েছে। তখনই দেখা যাচ্ছে যে samsung এর galaxy সিরিজ এর একটি smart phone দামে সস্তা এবং জনপ্রিয় যা এই জিও ফোন নেক্সট কে অনেক টা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে।

এবার আপনি ভাবছেন নিশ্চই কোন ফোনের কথা বলা হচ্ছে? জনপ্রিয় সেই ফোনটির নাম Samsung Galaxy M01 Core। Reliance Digital এবং Flipkartঅত্যন্ত কম দামে এই ফোন বিক্রি করে থাকে । কিন্তু, দেখা যাচ্ছে অনেকটাই বেশি দাম জিওফোন নেক্সট-এর স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দামের থেকে। ভারতে 4,999 টাকা থেকে Samsung Galaxy M01 Core ফোনের দামই শুরু হচ্ছে, যা প্রায় 1,500 টাকা কম JioPhone Next-এর তুলনায়।

এই Samsung Galaxy M01 Core ফোনটি ভারতের বাজারে বিক্রি হয় মোট দুটি স্টোরেজ এবং RAM ভ্যারিয়্যান্টে। তাদের মধ্যে বেস 1GB RAM + 16GB স্টোরেজ মডেলের দাম ভারতে 4,999 টাকা। আপনি এই দামে ফোনটি পাবেন কেবল মাত্র Flipkart এবং Reliance Digital থেকেই। আবার ভারতে 6,199 টাকা দাম ফোনটির হাই-এন্ড মডেল অর্থাৎ 2GB RAM + 32GB স্টোরেজ স্পেসের। এমনকি, জিওফোন নেক্সট-এর থেকে কম এই হাই-এন্ড মডেলর দামও।

  • একটি 28nm Qualcomm Snapdragon 215 প্রসেসর দেওয়া হয়েছে জিওফোন নেক্সট-এ পারফরম্যান্সের জন্য। Galaxy M01 Core ফোনে রয়েছে একটি MediaTek MT6739 প্রসেসর সেই জায়গায়।
  • জিওফোন নেক্সট স্মার্টফোনে রয়েছে Android 11 Go Edition বেসড Pragati অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার হিসেবে। সেখানে Android Go 10 গ্যালাক্সি এম০১ কোর ফোনে এবং স্যামসাং-এর কাস্টম অভিজ্ঞতা পাওয়া যাবে তার সঙ্গে।

Related posts

মায়ের কাছ থেকে টাকা নিতে নিজেরই অপহরণ করলো মেয়ে! তারপর…

News Desk

ক্ষয়ে যাচ্ছে চাঁদ , তাহলে কি মুছতে চলছে আকাশ থেকে চন্দ্রিমা? কি বলছে বিজ্ঞানীরা

News Desk

শাশুড়ি আর ননদের উপর চড়াও হয়ে মারধর পুত্রবধূর, ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য

News Desk