Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হাতের কাছে মজুত নেই নেলপলিশ রিমুভার? ঘরোয়া উপায়েই তুলে ফেলুন নখের নেলপালিশ

নখে নেল পলিশ পরেছেন অনেকদিন হয়ে গেল! অল্প অল্প চটাও উঠে গেছে সেই পুরোনো নখ পালিশের। ভাবলেন, নেল পলিশ রিমুভার দিয়ে ঘষে তুলে ফেলবেন পুরোনো নেল পালিশটা। এমনিই চারিদিকে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সাজ গোজের সমারোহ। শাড়ী বা ড্রেস , জুয়েলারির পাশাপাশি আপনার শাড়ী সঙ্গে মানানসই রঙের নেলপলিশও প্রয়োজন। কিন্তু পুরনো নেলপলিশ তুলতে গিয়ে যদি দেখেন যে রিমুভারের শিশিটি খালি, সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই দেখা দেয় মহা মুশকিল! উপায়ন্তর না দেখে অনেকেই খুঁটে খুঁটে নখ থেকে নেল পালিশ তুলে ফেলেন। কিন্তু তাতে দেখতে বাজে লাগবে, নখের ক্ষতিও হয়ে যেতে পারে! কিন্তু জানেন কি, হাতের কাছে যদি নখ পালিশ রীমুভার নাও থাকে তাও ঘরোয়া কয়েকটি বিকল্প পদ্ধতিতে এই সমস্যার চটজলদি সমাধান পাওয়া যেতে পারে।

ঘরোয়া উপায়ে কী ভাবে তুলবেন নেলপলিশ?

টুথপেস্ট: অবাক হচ্ছেন? কিন্তু হাতের কাছে নেলপলিশ রিমুভার না থাকলেও টুথপেস্ট সব বাড়িতেই থাকে। যে কোনো একটি ব্রাশে টুথপেস্ট নিয়ে নখের উপর লাগিয়ে ঘষলেই উঠে যাবে নেলপলিশ।

বডি স্প্রে: নেলপলিশ তুলতে বেশ কার্যকরী ডিওড্র্যান্ট বা বডি স্প্রেও। নখের উপর ডিওড্র্যান্ট স্প্রে করে দিয়ে একটি তুলো নিয়ে আস্তে আস্তে ঘষলেই উঠে যাবে নখের নেলপলিশ।

স্যানিটাইজার: স্যানিটাইজার যে শুধু হাতই জীবাণুমুক্ত করে তাই নয়, নেলপলিশ তুলতেও সাহায্য করে। তুলোর উপর ঢেলে নিন কয়েক ফোঁটা স্যানিটাইজার, তারপর নখের উপর দিয়ে ঘষলে অল্প সময়ের মধ্যেই উঠে যাবে নেলপলিশ।

লেবু আর ভিনিগার: লেবু আর ভিনিগার যে কোনো বাড়ীর রান্নাঘরে উপস্থিত দু’টি সহজলভ্য উপকরণ। একটি পাত্রে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে নিয়ে সেটি আঙ্গুলের সাহায্যে নখে লাগিয়ে নিয়ে তুলো দিয়ে ঘষলে উঠে যাবে নেলপলিশ।

নেলপালিশ: পুরোনো নেলপালিশ তুলতে যদি একান্তই না পারেন নখের উপর নতুন নেলপালিশের প্রলেপ লাগান। এতে আগের পুরনো শুকিয়ে যাওয়া নেলপলিশ অনকেটাই নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে ঘষলে সহজেই উঠে যাবে নেলপলিশ।

Related posts

এক হাজার টাকা দিলে বডি ম্যাসেজ আর এক হাজারেই যৌনতা! পর্দাফাঁস করলো পুলিশ

News Desk

অগ্নিমূল্য পোস্ত! বিকল্প হিসাবে রান্নায় দিন এই ৩ জিনিস, পোস্তর তুলনায় কোন অংশে কম হবেনা

News Desk

মোবাইলে পুরনো ছবি দেখছিলেন মহিলা, স্বামীর একটি ছবিতে চোখ পড়তেই চমকে উঠলেন

News Desk