সম্প্রতি নব্বইয়ের হিট গান ‘টিপ টিপ বারসা পানি ‘ গানের রিমেক করা হয় বলিউডের নতুন সিনেমা সূর্যবংশী তে। রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের রোমান্স দেখা গিয়েছিলো মোহরা (Mohra) ছবির এই বিখ্যাত বলিউড গানে। বহুপুরুষের মনে আগুন লাগিয়েছিলেন এই গানের নাচের দৃশ্যে হলুদ শাড়িতে বৃষ্টিতে ভিজে রবিনা। রুপোলি পর্দায় সেনসেশন এর ক্ষেত্রে রবিনা অক্ষয়ের এই গান ছিল চমকপ্রদ।’
দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল খিলাড়ি কুমার’ এবং রবিনার রসায়ন । প্রায় ২৬ বছর পর Sooryavanshi ছবিতে মোহরা ছবির সেই গানের রিমেক করা হল। এবার নায়ক সেই একই নায়িকা বদল হলেও! ক্যটরিনা (Katrina Kaif) সিমারি শাড়িতে দর্শকের নজর কেড়েছেন।
তবে ক্যাটরিনা ও রবিনার (Raveena Tandon) ক্রমাগত তুলনায় সরগরম ছিল নেটপাড়া এই গান প্রকাশ্যে আসার পর থেকে। এবার রবিনা (Raveena Tandon) নিজেই এই গান নিয়ে মুখ খুললেন । সম্প্রতি রবিনা নিজেই একটি সাক্ষাৎকারে জানান, নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এখনকার প্রজন্ম। তবে রবিনা জানান, মেয়েদের ঊরু থেকে চেহারা একটু স্থূলকায় হলেই বলা হত ‘Khatepite Ghar Ki Ladki’ তাঁদের সময়। তবে সময় বদলে গিয়েছে অভিনেত্রীর মতে আগের মতো খুব একটা ছুঁতমার্গ নেই বলিউডে আর নায়িকাদের বয়স নিয়ে। তবে তাঁর সময়ে কম বেশি এই ট্যাবুর সম্মুখীন হতে হয়েছে তাঁকে, করিশ্মা, শিল্পা সকলকেই।
অনেকেই ভেবেছিলেন হয়ত ক্ষুব্ধ রবিনা, তার এই হিট নাম্বারকে রিমেক করাতে। কারণ এই নিয়ে একেবারে স্পিকটি নট ছিলেন রবিনা (Raveena Tandon) ছবিটি রিলিজের সময়। তবে রবিনা ছবি মু্ক্তির এতদিন পর জানান, তাঁর কোনও আপত্তি নেই রিমেকে। এতে দুপক্ষেরই লাভ বলে মত অভিনেত্রীর। পুরনো গানটা থেকে গেল আর এই প্রজন্মের ছেলেমেয়েরা পছন্দও করে নতুন গান। কারও কোনও আপত্তি থাকাই উচিত নয় এ বিষয়ে বলেই মত রবিনার। রিক্রেয়েট করেছেন তনিশক বাগচি উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের গাওয়া ‘টিপ টিপ বরসা পানি’ গানটি। কিছু হেরফের করা হয়েছে গানের লিরিকসে, আনন্দ বক্সী অরিজিন্যাল গানটি লিখেছিলেন, সুর দিয়েছিলেন বিজু শাহ।
সম্প্রতি Aranyak ওয়েব সিরিজে রবিনাকে দেখা গিয়েছে। এখানে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী পুলিশ অফিসার কস্তুরী দোগরার চরিত্রে। রবিনা ছাড়াও এই সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানার মতো অভিনেতারা ছিলেন। ‘কেজিএফ ২’ রয়েছে রবিনার আসন্ন প্রোজেক্টের তালিকায়। ছবিটি ১৪ এপ্রিল ২০২২ সালে মুক্তি পাবে।