Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিরল অসুখে শিশুর পেটে রাক্ষসের খিদে, খিদের তাড়নায় নিজেরই শরীরে কামড় বসাচ্ছে

বিরল থেকে বিরলতম অসুখের শিকার এই এক রত্তি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর নাম ‘র‍্যাপিড অনসেট ওবেসিটি’, ‘হাইপোথ্যালামিক ডিসফাংশন’। শিশুটির ওজনও বাড়ছে ক্রমাগত। প্রচন্ড খিদের শিকার সে। পেটের খিদে এতটাই বেশি যে খিদের তাড়নায় নিজের আঙুল, জিভ কামড়ে খেয়ে নিচ্ছে ছোট্ট শিশুটি। বিরলের মধ্যে বিরলতম এই অসুখ (Rare of the rarest disease) নিয়ে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড (Institute of child health) হেলথে ভর্তি হয়েছে ওই শিশু। তাকে নিয়ে চিন্তিত তার পরিবার। বাংলা সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক রিপোর্টে জানানো হয়েছে এই বিষয়ে।

কি রোগ তার? চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মেরুদণ্ডের পাশে ছোট্ট একটি টিউমারই (Tumor) বদলে দিয়েছে শিশুর শরীরের সমস্ত হরমোনের ব্যালান্স। যা প্রভাব ফেলছে তার মস্তিষ্কে। আর মস্তিষ্কের প্রভাবে পেটে রাজ্যের খিদে তার। সেই খিদের চোটে সে নিজেই খেয়ে ফেলছে নিজের শরীরকেই। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডা. অপূর্ব ঘোষের নেতৃত্বাধীন এক ডাক্তারের টিম চিকিৎসা করছে শিশুটিকে। হাসপাতাল সূত্রে খবর, এদেশে এখনও পর্যন্ত এই বিরল রোগে আক্রান্ত হওয়া রোগীর কোনও সন্ধান মেলেনি। এই কেসটিই প্রথম। হাসপাতালে বাবা-মা শিশুটির পরিবার, নার্স আর চিকিৎসকরা কোনও রকমে নজরে রেখেছেন শিশুকে, যাতে সে নজর এড়িয়ে নিজের শরীরের কোনও অংশে কামড় বসাতে না পারে।

বাইরে থেকে দেখলে মনে হবে সম্পূর্ণ সুস্থ ওই শিশু। কিছুদিন আগে তার মাথায় যন্ত্রণার সমস্যা এবং শরীরে আরো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎ করেই মাত্র ৩০ দিনের মধ্যেই তার ওজন বেড়ে যায় অনেকটাই। ১৬ কেজি থেকে ওজন ৩২ কেজি। গায়ের জামা হচ্ছিল না গায়ে আর। খিদে হঠাৎ করেই বেড়ে গেছিল বহু গুনে। বিভিন্ন চিকিৎসককে দেখাতে দেখাতে অবশেষে শিশুকে নিয়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের দ্বারস্থ হয় শিশুটির বাবা মা। ডা. অপূর্ব ঘোষ জানিয়েছেন, “বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জেন, অন্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল। ওই শিশুর সার্জারি করতে হবে। কীভাবে শিশুটিকে সার্জারির সময় অজ্ঞান রাখতে অ্যানাস্থেশিয়া করা হবে, তা নিয়েই চিন্তিত চিকিৎসকরা।” এই মুহূর্তে একরত্তি শিশু অতিরিক্ত ওজনের কারণে বিছানা থেকে ওঠার ক্ষমতা আর নেই তার। সবসময় কিছু না কিছু খেতে চাইছে। অর্ধেক জিভ খেয়ে ফেলায় সেখানে সংক্রমণ জটিল আকার ধারণ করছে।

Related posts

ওমিক্রন আক্রান্তদের থেকে যাচ্ছে লং কোভিডের সম্ভাবনা? কতোটা ভয়ের?

News Desk

অসময়ে একাকী বৃদ্ধার পাশে দাঁড়াননি কেউ! রিক্সাচালক কে কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন বৃদ্ধা

News Desk

অনলাইন বাজারে বিনিয়োগ, বিগ বাস্কেটের ‘মেজোরিটি স্টেক’ নিল টাটা

News Desk