খুব তাড়াতাড়ি শুরু হবে কফি উইথ করন’ সিজন ৭ ডিসনি হটস্টারে। আর করণ জোহরের চ্যাট শো তে অতিথি হিসেবে আসছেন রণবীর সিং এবং আলিয়া ভাট । সম্প্রতি দুজনেই করণ জোহারের পরিচালিত সিনেমা রকি প্রেমকাহিনী’তে অভিনয় করছেন । সিজন ৭ এর প্রথম এপিসোডে কাপিয়ে দিলেন এই তিনজন । আলিয়ার সুহাগরাত থেকে শুরু করে রনবীর সিংয়ের সেক্সুয়াল প্লেলিস্টের তুমুল আলোচনা হল এখানে।
নতুন প্রোমোতে আলিয়াকে করনের করা প্রশ্নের উত্তরে ভারতের বিবাহের পর সুহাগরাত সম্পর্কিত কিছু মিথ, যা পুরোটাই ভ্রান্ত ধারণা বলে মনে হয়েছে আলিয়ার, তা তিনি সোজাসাপ্টা জানিয়েছেন। লিয়া বলেছেন ফুলশয্যা বলে আদতে কিছুই হয় না । কারণ প্রচন্ড ক্লান্ত থাকে স্বামী-স্ত্রী। আর এতেই উচ্চস্বরে হেসে ওঠেন বিখ্যাত রণবীর সিং ।
তারপরই রণবীর সিংকে বলতে দেখা যাচ্ছে তার সেক্সুয়াল সময়ের আলাদা প্লেলিস্ট আছে । আর তা শুনে রীতিমতো হেসে ওঠেন করণ ওয়ালিয়া । এই এপিসোডের আরও একটা মজাদার এ মুহূর্তে হলেও যখন আলিয়া বলছেন তার সাথে মানানসই বরুণ ধাওয়ান। তারপর সেই সুরের সোফা ছেড়ে বাড়ির দিকে চলে যান রণবীর সিং ।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ প্রসঙ্গে বলতে গেলে এই দুই তারকা ছাড়াও ছবিতে দেখা মিলবে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনকে। ২০২৩ সালের সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে ভ্যালেন্টাইন্স ডে-র আগে।