Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আলিয়াকে বিয়ে করে কতোটা পাল্টেছে জীবন! দাম্পত্যের গোপন কথা জানালেন রণবীর কাপুর

বলিউডের নতুন পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ১৪ই এপ্রিল, তারা দুজনেই স্বপ্নের বিয়ের মাধ্যমে একে অপরের হাত চিরকালের জন্য ধরেছিলেন। এই বিয়ে ঘিরে মিডিয়া থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। তাদের অনুরাগীরা তো বটেই বাকি আমজনতা রনবির আলিয়া কে শুভেচ্ছা জানিয়ে ছিলেন প্রাণভরে। রণবীর কাপুরের বাসভবনেই হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগে আলিয়া ও রণবীর একে অপরকে প্রায় ৫ বছর ডেট করেছিলেন। তাদের সম্পর্ক সবসময় চর্চিত হত। কিন্তু এখন বিয়ের পর আলিয়া ও রণবীরের জীবনে কতটা পরিবর্তন এসেছে। কেমন চলছে তাদের দাম্পত্য? সে তথ্য জানিয়েছেন অভিনেতা রণবীর কাপুর নিজেই।

আলিয়াকে নিয়ে কী বললেন রণবীর?

একটি মিডিয়া পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটকে বিয়ে করার পর তার জীবন এখন ঠিক কেমন হয়েছে। রণবীর বললেন- বিয়ে করার পর আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি। আমরা গত ৫ বছর ধরে একে অপরের সাথে আছি। তার থেকে খুব বেশি পার্থক্য হয়নি। আমাদের বিয়ের পরের দিনই আমরা দুজনেই কাজে চলে গিয়েছিলাম। আলিয়া তার শুটিংয়ের জন্য গিয়েছিল এবং আমাকেও সিনেমার কাজে মানালি যেতে হয়েছিল।

আলিয়া আজকাল লন্ডনে তার ছবির শুটিং করছেন। এ বিষয়ে রণবীর আরও বলেন- আলিয়া যখন লন্ডন থেকে ফিরে আসবে , এবং তারপরেই যখন আমার ছবি শামশেরা মুক্তি পাবে, তখন আমরা এক সপ্তাহ ছুটি নেওয়ার কথা ভাবছি। নিজেদের কে সময় দেওয়ার জন্য। যদিও আমরা এখনও মনে করি না যে আমরা বিবাহিত।

কর্মজীবনে ব্যস্ত রণবীর-আলিয়া

বিয়ের পরপরই, রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের পেশাদার প্রতিশ্রুতি পূরণ করতে চলে যান। বিয়ের পর আর একসঙ্গে কাটানোর মত সময় পাননি এই জুটি। যদি রণবীর আলিয়ার ভক্তরা এখন তাদের দুজনকে একসঙ্গে দেখতে আগ্রহী। দেখা যাক, ভক্তরা কবে দেখতে পান আলিয়া ও রণবীরের হানিমুনের ছবি। সাগ্রহে প্রতীক্ষা চলছে।

Related posts

দিনমজুর থেকে ইউটিউবার হয়ে লক্ষাধিক আয় , রূপকথা কে হার মানাবে ইশাকের গল্প

News Desk

চাহিদা মেটাতে পারে না স্বামী! তাই পুরুষাঙ্গে ওষুধ ঢুকিয়ে দিতে গেলেন স্ত্রী! ফল হল মারাত্মক

News Desk

৯০ শতাংশ মেয়েরা জানে না যৌন মিলনের করার পর ছেলেদের মাথায় কি ঘোরে! রইলো উত্তর

News Desk