Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ছোটবেলা বাড়িতে কন্ডোম খুজেঁ পেয়ে ঘটিয়েছিলেন কান্ড! গোপন কথা ফাঁস করলেন রাখি সাওয়ান্ত

বি টাউনের অন্যতম বিতর্কিত চরিত্র, যেন তিনি মুখ খুললেই ডানা বাঁধে বিতর্ক। হ্যাঁ, এখানে বলা হচ্ছে রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এর বিষয়ে। বলিউডে যবে থেকে পা রেখেছেন তবে থেকেই যেন রাখি একেবারেই ঠোঁটকাটা। মনে যা আসে, মুখেও তাই বলতেই অভ্যস্ত তিনি। অনেক ক্ষেত্রে নিজের নানা সাহসী মন্তব্যের জন্য প্রায়শঃই চর্চায় থাকেন। যেমন কিছুদিন আগেই স্বামীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। অবশ্য তার দাবি বর্তমানে সিঙ্গেল তিনি।

সম্প্রতি ইকোনমিক টাইমসের সঙ্গে চিট-চ্যাট সেশনে রাখিকে করা হয়েছিল একটি প্রশ্ন, টিনএজ বয়সে সবথেকে ভয়ঙ্কর জিনিস কী করেছিলেন। প্রথম কিছুক্ষণ ভাবতে সময় নেন রাখি। তারপর এক অদ্ভুত উত্তর দেন রাখি। বলেন এটা শুনলে, ‘মা আমাকে খতম করে ফেলবে’। এরপরই অভিজ্ঞতা বলতে শুরু করেন তিনি…

‘রাখি সাওয়ান্ত’ জানান, ‘আমি ছোট ছিলাম, একবার হোলির সময় আমি আমাদের বাড়িতে একটি অদ্ভুত বেলুন খুঁজে পেয়েছিলাম। সেটায় রঙিন জল ভরে মানুষের গায়ের ছুঁড়ে মারতে শুশুরু করি যেহেতু হোলি ছিল। কিন্তু লোকে আমার উপর খুব রেগে যেতে থাকে, বকাবকি করে। আমি উত্তরে বলছিলাম, আরে রেগে যেও না আজ হোলি তো। কেউ কেউ আমাকে মূর্খ বলেছিল। পরে জানতে পারলাম যেটাকে আমি বেলুন বলে ভেবেছিলাম ওটা আসলে, একটা কন্ডোম।’

প্রসঙ্গত মনোরঞ্জনের অপর নাম রাখি সাওয়ান্ত। মানুষকে এন্টারটেইমেন্ট করতে নানা সময়ে অদ্ভুত অদ্ভুত কান্ড ঘটিয়ে থাকেন ড্রামা কুইন। রাখির মন্তব্য এখন নেটদুনিয়ায় ভীষণ চাঞ্চল্য সৃষ্টি করে ফেলেছে।

রাখি সাওয়ান্তকে তার নিত্যনতুন নানা ধরনের কাণ্ডের জন্য অনেকে ড্রামা ক্যুইন বলেও ডাকেন ৷ যেকোনও কথা বলতে তিনি কখনই কোনও একটু থতমত খান না ৷ প্রসঙ্গত বিগ বস ১৪ এর প্রতিযোগী রাখি সাওয়ান্ত অন্যতম একটি বড় ইচ্ছা ছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার (Virat Kohli and Anushka Sharma) বিয়েতে তাঁদের কে উপহার হিসাবে কন্ডোম (Condom) দেওয়ার ৷ যখন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সদ্য সদ্য বিবাহিত জীবনে পা রেখেছিলেন, তাঁদেরকে কন্ডোম (Condoms) পাঠাতে চেয়েছিলেন রাখি যাতে তারা একেবারে সুরক্ষিত উপায়ে যৌন জীবন উপভোগ করতে পারেন। আবারও কন্ডোম নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য এখন নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে।

Related posts

টিউশন ফী দিতে পারেনি, তাই বিয়ে করতে হলো ছাত্রীকে! ইন্টারনেটে ভাইরাল শিক্ষকের কীর্তি

News Desk

মানবদেহে এইচআইভি টিকার পরীক্ষায় এই প্রথমবার অবিশ্বাস্য সাফল্য। চাঞ্চল্যকর দাবি গবেষকদের

News Desk

রোজ সকাল সন্ধে শাঁখ বাজান! জানেন শরীরে কি প্রভাব পড়ছে! সারতে পারে বহু রোগ

News Desk