Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪০ দিন লড়াই শেষে চীর নিদ্রায় রাজু শ্রীবাস্তব! শেষকৃত্য দিল্লিতেই, রয়েছে পরিবার

গত ৪০ দিন ধরে জীবন-মৃত্যুর লড়াইয়ে থাকার পর আজ সকালে ৫৮ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। জিম করতে গিয়ে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় রাজুর।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে শেষ বিদায় জানানো হবে। তার শেষকৃত্য দিল্লিতেই হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবার। রাজুর অকাল মৃত্যুতে অনেক বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

তার শেষকৃত্য দিল্লিতেই হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবার। দিল্লির নিগমবোধ ঘাটে তাঁর দাহ করা হবে। রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব, মেয়ে অন্তরা শ্রীবাস্তব এবং ছেলে আয়ুষ্মান শ্রীবাস্তব দিল্লিতে রয়েছেন। পরিবারের বাকি সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। নতুন প্রযুক্তিতে ময়নাতদন্ত শেষে রাজুর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজুর শ্রদ্ধাঞ্জলি

রাজুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। রাজু রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে মন্ত্রী থেকে শুরু করে বলিউডের তারকারা শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে কৌতুক অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে প্রণাম জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব সহ সব বড় নেতারা। রাজুর প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

১০ই আগস্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল

১০ আগস্ট রাজুর হার্ট অ্যাটাক হয়। এরপর থেকে তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। একই সঙ্গে তার স্ত্রী শিখাও তার সঙ্গে প্রতি মুহূর্তে থাকতেন। শেষ পর্যায়ে তার স্বাস্থ্যের উন্নতি হতে থাকে। বলা হচ্ছিল, চিকিৎসকরাও তাকে দ্রুত ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু হঠাৎ করে বুধবার সকালে তার শরীরে পরিবর্তন আসে। রাজুর শ্যালক জানান, তার রক্তচাপ কমে গেছে। এরপর তাকে সিপিআরও দেওয়া হয়। কিন্তু কোন উপকার হয় না। কিছুক্ষণ লড়াই করার পর রাজুর মৃত্যু হয়।

রাজু শ্রীবাস্তব ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অমিতাভের ভক্ত ছিলেন রাজু। তাকে দেখে নকল করতেন। রাজু জুনিয়র অমিতাভ নামেও পরিচিত ছিলেন। রাজু খ্যাতি পান দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ থেকে। এর আগে তিনি চলচ্চিত্রে জুনিয়র আর্টিস্টের ভূমিকায় অভিনয় করেছেন।

Related posts

আগামী মাসেই ছিল আসার কথা! তার আগেই মণিপুর থেকে সেনা জওয়ানের বাড়িতে এলো দুঃসংবাদ

News Desk

গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গিয়ে হল থেকে বেরিয়েই ব্রেকআপ করল যুবক! জানুন কেন

News Desk

‘প্রিয় দিদির’ ডেকে পাঠালেন সোনালি গুহ কে? তাহলে কি প্রত্যাবর্তন?

News Desk