Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

উত্তরবঙ্গে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! উঠে গেল একটি বগির উপর আরেকটি বগি! আশঙ্কা বহু যাত্রীর মৃত্যুর

ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গে। একধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে পূর্ব রেলওয়ের তরফ থেকে। জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পথে বিকানির এক্সপ্রেস টি লাইন চ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ঘটনাস্থলে আরএম দিলীপ কুমার সি পৌঁছচ্ছেন। জানা গিয়েছে, গৌহাটি বিকানী এক্সপ্রেস দোহামনিতে হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির অন্য বগির সঙ্গে সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়ে যায় প্রায় দুটি বগি বলে খবর। দুর্ঘটনায় একটি বগি অন্য একটি বগির উপর উঠে যায়। লাইনচ্যুত হয়েছে মোট চারটি বগি বলে খবর। কিন্তু ব্রেক কষতে হল কী কারণে তা এখনও জানা যায়নি।

পটনা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেওয়া ওই ট্রেনটি আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পেয়ে আলিপুরদুয়ার থেকে দূর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে ট্রেনের ৪-৫টি কম্পার্টমেন্ট অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। যেই কারণে বেশ কিছু আহত এবং একাধিক নিহতের খবর সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে দুর্ঘটনার পূর্ব মুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে চলছিল বলে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে জানান, ‘‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ভ্যান রওনা দিয়েছে। ডিআরএম-রাও রওনা দিয়েছেন। বাকি তথ্য হাতে না আসার দরুন জানতে পারিনি। জানলেই জানাব।’’

আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ সিংহ এই বিষয়ে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছে, ‘‘বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত। এখন অবধি আমার কাছে হতাহতের খবর নেই। আমি ঘটনাস্থলে পৌঁছচ্ছি। প্রথমে উদ্ধার কাজ শুরু করতে হবে, তারপরে অন্য কিছু। চারটে বগি উল্টে গেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।’’

ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত ট্রেন থেকে অনেক যাত্রী নিজের চেষ্টায় বার হয়ে এসেছেন। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। দূর্ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী টিমও। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের নিকটবর্তী সমস্ত সদর হাসপাতাল এবং বাকি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দুর্ঘটনার সময় রেললাইনে কোনো সমস্যা ছিল কিনা, দুর্ঘটনার কারণে বগি গুলিতে কী প্রভাব পড়েছে এবং সেগুলি কতটা দূরে ছিটকে পড়েছে ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে তদন্ত কমিটি তৈরির প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে বলে।

Related posts

‘বীর্য সন্ত্রাস’-এ কাঁপছে দক্ষিণ কোরিয়া – ‘সেক্স-ক্রাইম’এর আওতায় আনা নিয়ে হইচই দেশ জুড়ে, দেখুন

News Desk

গার্লফ্রেন্ড লাগবে, মাসে মাইনে ২ লাখ! দুই যুবকের বিজ্ঞাপন ঘিরে শোরগোল নেট দুনিয়ায়

News Desk

পড়াতে এসে পোশাক পাল্টানোর অছিলায় ছাত্রীকে ঘর থেকে বার করে চুরি! গৃহ শিক্ষিকার কাজে অবাক পরিবার!

News Desk