Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘রাধে’র ট্রেলার মুক্তি পেতেই দানা বেঁধেছে বিতর্ক, সুশান্ত অনুরাগীদের ক্ষোভের মুখে সলমন খান

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত আগামি সিনেমা ‘রাধে’র ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্ক দানা বাঁধে সলমন খানের সিনেমা ‘রাধে ’কে ঘিরে। টুইটারে সিনেমাটি সম্পূর্ন বয়কটের ডাক দিলেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। টুইটারে তাদের জন্যে ট্রেন্ড হয়েছে ‘বয়কট রাধে’ (Boycott Radhe) নামের হ্যাশট্যাগ।

মে মাসে ‘হাইব্রিড রিলিজ’ হবে সালমান খান অভিনীত ‘রাধে’র। যার মানে হলো সিনেমা হলের পাশাপাশি ‘জি প্লেক্স’ এবং ‘জি ফাইভ’  ওয়েব প্ল্যাটফর্মেও দর্শকদের জন্যে মুক্তি পাবে ছবিটি। তার আগে ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশ করেন সলমন খান। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ২৮ মিলিয়নের বেশি মানুষ ইউটিউবে ট্রেলারটি দেখেছেন। বহু মানুষ আবার অপছন্দও করেছেন এই ট্রেইলর টি।

এই সব কিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার বিরুদ্ধে মুখ খুলেছেন বহু নেটিজনরা। কেউ কেউ বলেছেন, “সলমন খান বহু কলাকুশলীর কেরিয়ার নষ্ট করার জন্য বিখ্যাত এবং সুশান্ত সিং রাজপুত-এর ক্ষেত্রেও এ বিষয়ের ব্যতিক্রম হয়নি। অরিজিৎ সিং, বিবেক ওবেরয়, অভিনব কশ্যপ ইত্যাদি বহু কেরিয়ারও শেষ করার চেষ্টা করেছেন সলমন।” অনেক নেটিজন আবার বলিউড নেপটিসম এর হর্তাকর্তা মুভি ‘মাফিয়া’দের বিরুদ্ধে গিয়ে ‘রাধে’ বয়কটের ডাক দিয়েছেন। প্রচুর টুইটে বহু মানুষ মুখ খুলেছেন ‘রাধে’র বিরুদ্ধে।

এখনো পর্যন্ত এই ব্যাপারে খোদ সালমান খান বা তাঁর প্রযোজনা সংস্থার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাধে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সলমন। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন দিশা পাটানি। ভিলেনের ভূমিকা পালন করছেন রণদীপ হুডা। বাদবাকি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে ক্যামিও করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

Related posts

দাদু হতে চলেছেন অনিল কাপুর? কন্যা সোনম কাপুরের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে হইচই

News Desk

পর্নছবি অশান্তি ডেকে আনলো শিল্পার জীবনে, এবার কি সংসার ছেড়ে চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর

News Desk

‘আমার ৯ বছরের ছেলে আছে’, আগের পক্ষের সন্তানের কথা প্রকাশ্যে বললেন যশ

News Desk