Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় পি ভি সিন্ধুর! সাথে জোড়া অলিম্পিক্স পদক জয়ের বিরল কৃতিত্ব

টোকিও অলিম্পিকে ভারতের ঝুলিতে এল আরও একটি পদক। পিভি সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিক থেকে দ্বিতীয় পদক এল দেশে। ব্রোঞ্জের লড়াইয়ে চিনা প্রতিপক্ষ হি বিংজিয়ায়োকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি অলিম্পিককে দ্বিতীয় পদক পেলেন। এছাড়া অন্য কোনো ভারতীয় ব্যাক্তিগত ইভেন্টে এখনও অবধি আর অন্য কোনো ভারতীয় এই কৃতিত্ব লাভ করেনি।

গত রিও অলিম্পিকে পিভি সিন্ধু রুপোর পদক জিতলেও এই বারের টোকিও অলিম্পিকে তিনি ফাইনালে উঠতে পারেননি। গতকাল শনিবার মহিলা ব্যাডমিন্টনের সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় তাই জু ইংয়ের কাছে হেরে গিয়েছিলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। সেমিফাইনালে প্রথম গেম সেটে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় গেমে পিভি সিন্ধুকে কার্যত দাঁড় করিয়ে জিতেছেন তাই জু ইং। ফলে ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে সোনা কিংবা রুপো জেতার সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় সিন্ধুর। যদিও তার কাছে ছিল ব্রোঞ্জ জয়ের সুযোগ। আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

pv sindhu bronze medal

তাই ফাইনালে না উঠতে পেরে হতাশ হলেও যেন শনিবারের ভুল থেকে শিক্ষা নিয়ে রবিবার ব্রোঞ্জ জেতার উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করে খেলতে নেমেছিলেন সিন্ধু। ম্যাচ চলাকালীন খেলা নেটের সামনেই হোক বা স্ম্যাশ, কোনও কিছুতেই প্রতিপক্ষকে একচুল জমি ছাড়লেন না তিনি। লম্বা র‍্যালিতেও নিজের সম্পূর্ন দাপট বজায় রাখলেন তিনিই। রবিবার সিন্ধুর ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ চিনের বিংজিয়ায়োর কাছে যেন সিন্ধুর আক্রমণের কোনও উত্তরই ছিল না।

প্রথম গেমে পি ভি সিন্ধু পায় বেশ সহজ জয়। খেলা শেষ হয় ২১-১৩ পয়েন্টের ব্যবধানে। তারপর এই ম্যাচের দ্বিতীয় গেমেও সিন্ধুই প্রথম পয়েন্ট নিয়ে লড়াই শুরু করেছিলেন। তবে দ্বিতীয় গেমের সেটে কিছুটা লড়াই করেছিলেন চীনের বিংজিয়ায়ো। কিন্তু তা কাজে আসেনি সিন্ধুর সামনে একেবারেই। নিজের উচ্চতাকে সঠিক ভাবে কাজে লাগিয়ে ব্যাডমিন্টন কোর্টে নিজে বেশি না দৌড়ে চিনের প্রতিপক্ষকে বেশী দৌড় করালেন সিন্ধু। আর এখানেই ঘায়েল হয় বিংজিয়ায়ো। দ্বিতীয় সেট শেষ হয় ২১-১৫ পয়েন্টের ব্যবধানে। এই গেম শেষ হওয়ার সাথে সাথেই পর পর স্ট্রেট গেমে জিতে দেশকে অলিম্পিক থেকে ব্রোঞ্জ এনে দিল পি ভি সিন্ধু।

টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো জেতার পর, সিন্ধুর দৌলতে ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। বক্সিংয়েও নিশ্চিত হয়ে রয়েছে অসমের লভলিনা বড়গোহাঁইয়ের পদক। তাই এই বারের টোকিও অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত ভারতের। আর কোনও পদক ভারত আনতে পারে কি না সেই দিকে নজর থাকবে দেশবাসীর।

Related posts

অলৌকিক কিছু ঘটবে! প্রেমিকাকে হত্যা করে মৃত শরীরের সঙ্গে তিন দিন বাস করলেন প্রেমিক!

News Desk

দিন দিন কমছে করোনা দৈনিক সংক্রমন , চিন্তায় রাখছে মৃত্যুর হার

News Desk

দেশের সীমানা পার করতে পাকিস্তান সীমান্তে থিকথিকে ভিড় আফগানদের, পাক সেনার গুলিতে মৃত ৩

News Desk