Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পুরনো সাইকেলে ব্যাটারি লাগিয়ে নূন্যতম খরচে ই সাইকেল তৈরি করে নজির গড়লেন সিউড়ির শিক্ষক

বাজারে ব্যাটারি চালিত সাইকেল (electric bicycle) নেই এমনটা নয়। তবে সেই সকল ব্যাটারি চালিত সাইকেলের দাম আকাশছোঁয়া। বিভিন্ন সংস্থার তৈরি ব্যাটারি চালিত সাইকেলের বর্তমান দাম ৩০ থেকে ৪০ হাজার টাকা। এমত অবস্থায় বীরভূমের সিউড়ি শহরের (Birbhum) কালীবাড়ি এলাকার এক শিক্ষক নিজের পুরাতন সাইকেলকে ব্যাটারি চালিত সাইকেলে রূপান্তরিত করলেন।

নিজের পুরাতন সাইকেলকে এমন ব্যাটারি চালিত সাইকেলে রূপান্তরিত করে নজির তৈরি করা শিক্ষক হলেন জয়ন্ত কুমার মন্ডল। তিনি কুবিলপুর হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। বর্তমানে যেভাবে পেট্রোল-ডিজেলের (Petrol diesel price) দাম বৃদ্ধি পাচ্ছে সেই দিকে নজর রেখেই তার মধ্যে এমন চিন্তা ভাবনা আসে। যাতে খরচ বাড়ছে এবং পরিবেশও দূষণমুক্ত হয়। জয়ন্ত কুমার মন্ডল জানিয়েছেন, এর আগেও এমন নতুন কিছু করার চিন্তা ভাবনা তার মধ্যে জেগে ছিল। কিন্তু তখন তার স্কুল (অন্য স্কুল) ছিল প্রায় ১০০ কিলোমিটার দূরে। এই দীর্ঘ পথ ব্যাটারি চালিত সাইকেলের যাওয়া সম্ভব হবে না এই কথা ভেবে তিনি তার কাজ স্থগিত রাখেন। পরে যখন তিনি নিজের বাড়ীর নিকটবর্তী (৪ কিমি) স্কুলে স্থানান্তরিত হয় তখন পুনরায় তার মধ্যে নিজের কলেজ জীবনের পুরাতন সাইকেল ব্যাটারি চালিত সাইকেলে রূপান্তরিত করার কাজ শুরু করে দেন। করোনাকালে যখন স্কুল-কলেজ বন্ধ সেই সময় বাড়ীতে বসেই তিনি এই কাজে সফলতা পান।

জয়ন্ত কুমার মন্ডল জানিয়েছেন, “আমাদের এলাকায় এই ধরনের সাইকেল নতুন হওয়ার কারণে প্রতিদিনই কেউ না কেউ সাইকেলটি দেখার জন্য বাড়িতে আসছেন। তারপর তারা সাইকেল তৈরি করার খরচ এবং আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে উদগ্রীব হয়ে উঠছেন।”

ওই শিক্ষকের বাড়িতে বসেই তৈরি করা এই ব্যাটারি চালিত সাইকেলটির পিছনের চাকা লাগানো হয়েছে একটি মোটর। সিটের নিচে রয়েছে চার্জিং-এর ব্যবস্থা। সাইকেলের সিট এবং হ্যান্ডেলের মাঝে ঝুলানো অবস্থায় রয়েছে ২৪ ভোল্টের একটি ব্যাটারি। আর সাইকেলের হ্যান্ডেলের ডানদিকে মুঠিতে রয়েছে এক্সেলেটর। এই ভাবেই বিনা প্যাডেল করে চলছে এই সাইকেল। আবার কোথাও গিয়ে চার্জ শেষ হয়ে গেলেও চিন্তা নেই, প্যাডেল করে অনায়াসে ফেরা যাবে বাড়ি।

এই সাইকেল একবার চার্জ দিয়ে কত কিলোমিটার যাবে? এই প্রসঙ্গে জয়ন্ত কুমার মন্ডল জানিয়েছেন, “একবার চার্জ দিলে এই সাইকেলটি যাবে ৩০ কিলোমিটার। সাধারণ ব্যাটারি ব্যবহার করার কারণে চার্জ দেওয়ার জন্য বেশকিছু ঘন্টা সময় লাগে। তবে বিদ্যুৎ খরচ নেই বললেই চলে। একবার ফুল চার্জ হতে বিদ্যুৎ খরচ হয় মাত্র ছয় টাকা।”

বর্তমানে ওই শিক্ষক তার নিজের হাতে তৈরি এই ব্যাটারি চালিত সাইকেলের করেই বাজার ঘাট করেন এবং স্কুল যাতায়াত করেন বলেই জানিয়েছেন।

Related posts

শীতকাল মানেই অপূর্ব স্বাদের জয়নগরের মোয়া! কি ভাবে হল এই মোয়ার আবিষ্কার! জানেন?

News Desk

ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল মাত্র ৩০ টাকা। নিরাপত্তার অভাবে ভীত কোটিপতি রাজমিস্ত্রি

News Desk

মেয়েদের ভালোবাসা প্রদর্শনে স্তনে থুথু থেকে মাথা ন্যাড়া! কোথায় আছে এমন অদ্ভুত নিয়ম জানেন

News Desk