Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সঙ্গম না করেই প্রেগন্যান্ট তরুণী! কিভাবে? জানলে অবাক হবেন

এ যেন এক অদ্ভূত কান্ড, কোনও পুরুষের সাথে সঙ্গম করেননি তবুও প্রেগন্যান্ট হয়ে গেলেন এক তরুণী! এমনকি যখন প্রেগনেন্সি পরীক্ষা করেছেন তখন পজিটিভ ছিল তার রেজাল্ট! চিন্তায় পরে যান! কিছুই বুঝতে পারছিলেন না কি করবেন তাই উপায় না দেখে নিজের মায়ের কাছে ! মা তো অবাক হয়ে গেছেন সাথে চিন্তায় পড়েছেন! কি বলছে তার মেয়ে? এটাও কি সত্যি?

তবে ঘটনাটা গোড়া থেকেই বলা যাক! আজকাল একটু নড়েচড়ে বসেছেন মানুষে, সজাগ হয়েছেন! অনেকেই মনে করেন যৌনতা মানে নিষিদ্ধ ব্যাপার, এই ট্যাবু কাটিয়ে বের হচ্ছে মনুষ্যজাতি ধীরে হলেও ! যৌনতায় অস্বাভাবিক কিছুই নেই মানতে শিখছে! এটি একটি অত্যন্ত স্বাভাবিক আদিম- জৈবিক প্রবৃত্তি! রাখঢাক করার মতোও কিছু নেই যৌনতা নিয়ে! অনেক অভিভাবক-ই আজকাল আরও একধাপ এগিয়ে স্কুলে সেক্স এডুকেশনের দাবি রাখছেন! তাঁরা মানছেন, সঠিক জ্ঞান যৌনতা সম্পর্কে থাকলে কেউ তাঁদের সন্তানদের ঠকিয়ে সুযোগ নিতে পারবে না!

বর্তমানে ২৭ বছর বয়সি মহিলা। কেটি নামের সেই মহিলা জানান, তখন ১৭ বছর বয়স তার। প্রেম করছিলেন স্কুলেরই একটি ছেলের সঙ্গে! কেটির একদিন নিজেকে গর্ভবতী মনে হয়। নির্ধারিত সময়ের অনেকটা পরেও তার পিরিয়ড হচ্ছে না। সদ্য তার ব্রেক-আপ হয়েছে ছেলেটার সঙ্গে! তাই কেটি সেই ছেলেটিকেও বলতে পারছিল না তার সমস্যার কথা! ‘প্রেগন্যান্সি কিট’ কিনে এনে সত্যিই গর্ভবতী কি না জানতে বাড়িতেও পরীক্ষা করল কেটি, পরীক্ষার ফল পজিটিভ এল! কিন্তু বরাবর কেটির মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, তা হল, সে কখনও সঙ্গম করেনি তো ছেলেটির সঙ্গে! তা হলে প্রেগন্যান্ট হল কীভাবে? পরমুহূর্তেই প্রেগন্যান্সি কিট-এর ফল দেখে ভাবল, কিট-এ যখন দুটো দাগ দেখাচ্ছে, তখন নিশ্চয়ই সে প্রেগন্যান্ট!

ভয়ে তো জবুথবু অবস্থা কেটির! একসময় কেটি নিজের মাকেই সবটা খুলে বলল! সঙ্গে এও জানাল, কখনও সঙ্গম হয়নি সে আর তার প্রাক্তন প্রেমিকের মধ্যে। কিন্তু সে প্রেগন্যান্ট হয়ে পড়েছে বলে কেটির মনে হয়! সবটা শুনে ‘প্রেগন্যান্সি কিট’-টা দেখতে চাইলেন মা! কেটি দেখাল, আর সেটা দেখেই আর হাসি থামাতে পারেন না মা! যেটিকে ‘প্রেগন্যান্সি টেস্ট’ -এর কিট বলে পরীক্ষা করেছিল কেটি, সেটি আসলে ওভিউলেশন টেস্ট কিট। সেই সময় কেটির ওভিউলেশন চলছিল, তাই দুটো দাগ দেখা গিয়েছিল কিট-এর টেস্ট-এ, যা পজিটিভ-এর চিহ্ন।

Related posts

স্নানঘরে বসে স্কুলছাত্রীকে হোমওয়ার্ক করে ছবি পাঠাতে বললেন শিক্ষক! না বলায় টিসি

News Desk

প্রতি বছর দীর্ঘায়ু কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেন বোনেরা ! এই উৎসবের শুরু কিভাবে?

News Desk

জ্বরে কাবু কলকাতা, নতুন করে অসুস্থ বহু মানুষ! অদ্ভুত জ্বরের প্রকোপ স্ত্রস্ত শহর, কি ঘটছে?

News Desk