Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘বাহুবলি’ খ্যাত প্রভাসের নতুন সিনেমা কেন মুক্তি পাচ্ছে না? শোকে চরম সিদ্ধান্ত ভক্তের!

কেন মুক্তি পাচ্ছে না প্রভাসের নতুন ছবি? দিন দিন এই দুশ্চিন্তাই যেন ঘিরে ধরছিল অন্ধপ্রদেশের এক যুবককে। কিছুতেই যেন এই যুবক মেনে নিতে পারছিলেন না তাঁর আইডল ‘বাহুবলি’ (Bahubali) প্রভাস (Prabhas) চুপচাপ বসে আছেন। প্রভাসের নতুন ছবির ফার্স্টলুক প্রকাশ পেলেও, কেন সেই ছবি মুক্তি পাচ্ছে না, তা নিয়েও হতাশ ছিলেন এই যুবক। আর শেষমেশ, সেই হতাশা থেকেই আত্মঘাতী হলেন প্রভাসের এই অন্ধভক্ত যুবক!

নিকট বন্ধুদের থেকে জানা গিয়েছে, প্রথম থেকেই দক্ষিণী নায়ক প্রভাসের খুব বড় ফ্যান ছিলেন এই যুবক। প্রভাসের প্রায় সব ছবি বহুবার দেখা। ‘বাহুবলি’ এবং শাহু ছবি মুক্তি পাওয়ার পর এই যুবক যেন আরও বেশি ফ্যান হয়ে গিয়েছিল। আর সেই কারণেই প্রভাসের নতুন ছবির দিকে তাকিয়ে ছিলেন যুবক।

পুলিশে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই যুবক তাঁর সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী করেছেন প্রভাসের নতুন ছবি রাধে শ্যাম-এর প্রযোজক সংস্থা ইউভি ক্রিয়েশনকে। চিঠিতে যুবক লিখেছিলেন, প্রযোজক সংস্থাকে বার বার বলার পরেও রাধে শ্যাম ছবির মুক্তি পিছিয়েই যাচ্ছিলেন তাঁরা। যুবকের অভিযোগ, বড়পর্দায় প্রভাসকে দেখার অপেক্ষা করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত।

প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’এর ঝলক এবং ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাজেটের এই ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। অন্ধপ্রদেশের এই অন্ধভক্তের এই ছবির মুক্তি আর দেখা হল না। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

Related posts

প্রকাশ্য দিনের আলোয় বাড়ির মধ্যে রমরমিয়ে চলছে মধুচক্র, হাতেনাতে ধরা পড়ল ২ যুবক-যুবতী

News Desk

কুকুরকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে গোটা বিজনেস ক্লাসের টিকিট কেটে নিলেন এক ব্যাক্তি! কত খরচ হল জানেন

News Desk

চাঞ্চল্যকর! ৯০ বছর বয়সী বৃদ্ধ শ্বশুরমশায়ের হাতে মারাত্মক পরিণতি ৫৭ বছরের পুত্রবধূর

News Desk