Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অ্যাডিডাস, নাইকির জুতো কিনে ঠকছেন না তো! পুলিশি অভিযানে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ব্র্যান্ডেড জুতো কেনার শখ আমাদের মধ্যে অনেকেরই থাকে। কিন্তু এত খরচা করে সেই জুতো কেনার পর যদি কেউ জানে সে ঠকে গেছে তখন কেমন লাগে। কিন্তু অ্যাডিডাস, নাইকির ইত্যাদি নানা কোম্পানির জুতো কেনার আগে ভালো করে যাচাই করে নেওয়া দরকারি। বাজারে এসেছে হুবহু নকল প্রোডাক্ট। সম্প্রতি পুলিশি অভিযানে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

Up teacher arrested for smashing students face with cake

মিরাটে, ব্র্যান্ডেড কোম্পানির নামে নকল জুতা বিক্রিকারীদের ঠেকে পুলিশ হানা দিয়েছে। এ সময় পুলিশ প্রায় ১১ লাখ টাকার নকল জুতা উদ্ধার করে। দোকানিরা পুলিশকে জানিয়েছে, তারা দিল্লির গাফফার মার্কেট থেকে এই জুতাগুলো বিক্রির জন্য নিয়ে আসে। সংস্থার অভিযোগের ভিত্তিতে লালকুর্তির বাজারে অভিযান চালায় পুলিশ। যেখানে দুটি দোকানে লাখ লাখ টাকার জুতা উদ্ধার করা হয়েছে। তাদের ব্র্যান্ড ব্যবহার করে বিপুল পরিমাণে নকল জুতা বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ দায়ের হয়েছে জুতো প্রতিষ্ঠান এর তরফে। যার খবর পেয়ে থানা পুলিশ উপদেষ্টাসহ কোম্পানি অভিযান চালায়।

কোম্পানির ডিজাইন ও লোগো কপি করে হুবহু নকল জুতা তৈরি করে বিক্রি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে এসব দোকানদারদের প্রতারণার কারণে কোম্পানি লাখ লাখ টাকা লোকসান করে আসছিল। পুলিশ বলছে, এই দোকানদারদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকার জুতা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এই দোকানিরা জানান, তারা দিল্লির গাফফার মার্কেট থেকে এই জুতাগুলো বিক্রি করতে নিয়ে আসেন। ক্রমাগত ক্ষতির পরে, কোম্পানির উপদেষ্টা নকল জুতা বিক্রির বিষয়ে মিরাটের এসএসপির কাছে অভিযোগ করেন। এরপর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এসএসপি। উদ্ধারের ভিত্তিতে দুই দোকানদারের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে লালকুর্তি থানা পুলিশ।

Related posts

হাতের মুঠোয় লুকিয়ে ফেলা যায়! আবার চালানো যায় আসল গুলিও! দেখুন পৃথিবীর সবচেয়ে ছোট বন্দুক

News Desk

ত্বকের সমস্যা মেটাতে ভরসা রাখুন মা-দিদিমা দের পুরানো সব ঘরোয়া টোটকায়। ফল মিলবে হাতে নাতে।

News Desk

যৌন উত্তেজনা দ্বিগুন করতে এই বিশেষ কাজ চরম তৃপ্তি দেয় মহিলাদের, জানাল সমীক্ষা

News Desk