কোটি টাকা দামের এক লাল রঙের বি এম ডাবলু গাড়ি ভাসছে কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনার নদীতে। সেখানকার মানুষ এই ঘটনায় রীতিমতো হতবাক। অনেকেই ভাবছেন যে ওই ভেসে থাকা গাড়ির মধ্যে কেউ ফেঁসে রয়েছেন হয়তো৷ তাই এই ব্যাপারে উদ্ধারকারী দের সেখানকার স্থানীয়রা অবগত করেছেন।
একই কথা পুলিশেরও সন্দেহ হয়, ফলত পুলিশ দ্রুত গাড়িটিকে উদ্ধার করার জন্য ব্যবস্থা শুরু করে দেয়। কিন্তু গাড়ি উদ্ধার করার পর সকলেই অবাক, কারণ গাড়ির ভিতরে কেউ নেই। পুলিশ সাথে সাথেই তদন্তে নেমে পড়ে, গাড়ির নম্বরপ্লেটের সূত্র ধরে ওই গাড়ির আসল মালিকের খোঁজ শুরু হয়। ওই গাড়ির প্লেট নম্বর দিয়ে পরিবহন দপ্তরের সাহায্যে গাড়ির মালিকের খোঁজ নিয়ে জানা যায় যে তিনি বেঙ্গালুরুর মহালক্ষ্মী এলাকার বাসিন্দা।
ওই গাড়ির মালিকের পরিবারের বাকি সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে ওই ব্যক্তি , মায়ের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে রয়েছেন। আর এই মানসিক অবসাদের কারণেই সে ওই গাড়িটি ভাসিয়ে দিয়েছে জলে। কাবেরী নদীতে ওই গাড়িটি ভাসিয়ে দিয়ে সে বাড়ি চলে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর যে কাবেরী নদী থেকে উদ্ধার হওয়া গাড়িটি বিএমডাব্লিইউ এক্স৬ মডেলের। এই গাড়িটির বাজারদর ১ কোটি ৩০ লক্ষ টাকা। সেখানকার স্থানীয় পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে , ওই ব্যক্তি কোনও তথ্যই দিতে পারছেন না তিনি সম্পূর্ণরূপে অসংলগ্ন কথা বলছেন।
ওই ব্যক্তির এই রকম অবস্থা মায়ের মৃত্যুর পর থেকেই বলে পুলিশ জানিয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে সে ঠিক করে কথা বলছে না, এমনকী খাওয়াদাওয়াও করছে না সঠিকভাবে। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর এবং তাদের বয়ান রেকর্ডের পর। এই ঘটনায় কোনও মামলা রুজু করেনি পুলিশ। পরিবার জানিয়েছে, তারা বেঙ্গালুরু আনার ব্যবস্থা করছে গাড়টিকে।