চাঞ্চল্যকর অভিযোগ। নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নাবালিকা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে মেয়েটির ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর কাঠমান্ডু পুলিশ নাবালিকাকে ধর্ষণের ঘটনায় একটি রিপোর্ট দায়ের করেছে। সন্দীপ বর্তমানে কেনিয়ায় নেপালের হয়ে ক্রিকেট খেলছেন। প্রসঙ্গত তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ক্রিকেট খেলেছেন।
আইপিএল খেলা প্রথম নেপালি ক্রিকেটার
সন্দীপ লামিছনে নেপালের প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। দিল্লি ডেয়ারডেভিলস ২০১৮ সালে প্রথমবারের মতো নিলামে তাকে কিনেছিল। সন্দীপই একমাত্র নেপালি খেলোয়াড় যিনি আইপিএলের নিলামে স্থান পেয়েছিলেন। ১৭ বছর বয়সী এই ক্রিকেটারকে তার ভিত্তিমূল্য ২০ লক্ষ টাকায় কেনা হয়েছিল। কিন্তু খেলতে নেমে প্রথম আইপিএলেই তিনি নজর কেড়েছিলেন সকলের। তার প্রতিভায় মুগ্ধ হয়েছিল অনেকে। সেই সন্দীপের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সকলেরই প্রশ্ন তাহলে কি অল্প বয়সে খ্যাতির কারণে তিনি বিপথগামী।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স ছিল
সন্দীপ একজন লেগ স্পিনার। তিনি ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, এবং তার পারফরমেন্সের ভিত্তিতে নেপালকে অষ্টম স্থানে রাখতে সহায়তা করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও সন্দীপের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন, যিনি হংকং টি-টোয়েন্টি ব্লিটজে কাউলুন ক্যান্টনসের হয়ে খেলার জন্য এই কিশোরকে বেছে নিয়েছিলেন। এখন তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় সকলেই অবাক।