Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নেতাজীকে যোগ্য সন্মান! ২৩ জানুয়ারি ইন্ডিয়া গেটে নেতাজির স্ট্যাচু উন্মোচনে প্রধানমন্ত্রী

আজ, (রবিবার) ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী (Subhas Chandra Bose 125th Birth Anniversary)। এই জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি (Hologram Statue) উন্মোচন করবেন। আসলে ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ২৫ ফুট গ্রানাইট মূর্তি স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু সেই মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত একটি নেতাজির হলোগ্রাম মূর্তি ওই জায়গায় থাকবে। আজ ২৩শে সন্ধ্যা ৬টায় নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার টুইট করে এই কথা জানিয়েছিলেন। তিনি টুইটারে লিখেছিলেন “যে সময়ে গোটা দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করতে চলেছে, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি তাঁর একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। এটা হবে নেতাজির প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক।”

অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “নেতাজি বসুর বিশাল মূর্তি নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একই জায়গায় তাঁর একটি হলোগ্রাম মূর্তি থাকবে। আমি 23 জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে এই হলোগ্রাম মূর্তি উন্মোচন করব।”

ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। সরকারি সূত্রে জানা গিয়েছে, একসময় ইন্ডিয়া গেটে শোভা পেত ইংল্যান্ডের রাজা জর্জের মূর্তি। অবশেষে ১৯৬৮ সালে ইন্ডিয়া গেট থেকে সরিয়ে নেওয়া হয় রাজা পঞ্চম জর্জের সেই মূর্তিটি। এবার সেই স্থানেই বসতে চলেছে ২৫ ফুট উঁচু ও ৬ ফুট দৈর্ঘ্যের নেতাজির মূর্তি।

প্রসঙ্গত হলোগ্রাম মূর্তি বা হলোগ্রাফিক হল এক ধরনের ডিজিটাল প্রযুক্তি, যা প্রজেক্টরের মতো কাজ করে। এটি দিয়ে, যে কোনও কিছুকে 3D আকার দেওয়া যেতে পারে। হলোগ্রাম মূর্তি দেখলে খুব বাস্তবিক দেখায় কিন্তু এটি আসলে একটি 3D ডিজিটাল ইমেজ।

নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকী পালন করতে চলেছে গোটা দেশ। আর সেই উপলক্ষেই কেন্দ্রীয় সরকারের এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও থাকছে একাধিক চমক। পাশাপাশি ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ বোসের মূর্তি বসানোর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। সারাদেশও অপেক্ষা করছে এই বিশেষ মুহূর্তের।

Related posts

টিভিতে আবহাওয়ার খবর পড়ছিলেন অ্যাঙ্কর! হঠাৎই পেছনের পর্দায় দেখা গেল পর্ন ভিডিও, তারপর..

News Desk

কোন বয়সে মানুষ হয় সবচেয়ে সুখী? কোন বয়সে হয় সর্বাধিক অসুখী, জানাচ্ছে গবেষণা?

News Desk

প্রেমিকার উপরে নজর রাখতে খাটের নিচে ছিল যুবক, রাতে ঘটলো অদ্ভুত ঘটনা

News Desk