Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পরিবেশ রক্ষায় বিশ্বের মধ্যে দৃষ্টান্ত গড়েছে ভারত”, বিশ্ব পরিবেশ দিবসে মোদীর বার্তা

পরিবেশ কে বাঁচাতে সারা বিশ্বের কাছে নজির গড়ে তুলতে সক্ষম হয়েছে ভারত। শনিবার ,৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে নিজের ভাষণে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ একটি বিশ্ব পরিবেশ দিবসে একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার ভাষণ রাখেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠান‌ে ২০২০ থেকে ২০২৫ এর মধ্যে ভারতে ইথানলের সংমিশ্রণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টটিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় বিশ্বের মধ্যে দৃষ্টান্ত গড়েছে ভারত", বিশ্ব পরিবেশ দিবসে মোদীর বার্তা

১৯৭৪ সাল থেকে পৃথিবী জুড়ে ৫ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত করা হয়। রাষ্ট্রসংঘের উদ্যোগেই এই বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হয়েছিল। মানুষের জীবনযাপনের ক্ষেত্রে প্রকৃতির কী অবদান রয়েছে তা বোঝাতে এই দিনটি বিশ্ব জুড়ে পালিত হয়। পৃথিবীতে বহু জায়গায় বনাঞ্চল কেটে তৈরি হচ্ছে ঘর বাড়ী। জীবন বিপন্ন হচ্ছে বন্যপ্রাণীদের। পৃথিবীর জলবায়ু কে সুরক্ষিত রাখতে এগুলির কতটা প্রয়োজন সেই সচেতন বার্তা ছড়িয়ে দিতেই এই দিনটির প্রয়োজন।

ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশ অনেক বড় একটা পদক্ষেপ নীল। ইথানল সেক্টরের দেশ প্রভূত উন্নতি সাধন করেছে। এই বিষয়ে বিস্তারিত পথ নির্দেশিকা আজ প্রকাশ করা হল। কিন্তু আজ থেকে ৭-৮ বছর আগেও ইথানল নিয়ে ভারতে সেভাবে চর্চাই হত না। কিন্তু ইথানল এই ২১ শতকে ভারতের অন্যতম অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবসে তিনি মনে করিয়ে দেন, ইথানলের উপরে নজর রাখার সুফল একদিকে যেমন পরিবেশের উপরে পড়তে শুরু করেছে, তেমনই দেশের কৃষকরাও এতে উপকৃত হচ্ছেন।

Related posts

রথযাত্রার সময় রথের চূড়ো ছুঁয়ে গেল বিদ্যুতের তার! মুহূর্তের মধ্যেই তড়িতাহত প্রচুর মানুষ

News Desk

বোধোদয় পাকিস্তানের। করোনা কালে কি বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর।

News Desk

অন্যরকম লুক চাই! নিজের চেহারা পরিবর্তনের জন্য মডেল যা করলেন শুনলে চমকে উঠবেন

News Desk