Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাস্তা ঘাটে, কাজে কর্মে বেরিয়ে হঠাৎই গভীর ঘুমে ঢলে পরে গোটা গ্রামের মানুষ, আজব এই ঘুমনগরীর খোঁজ জানেন?

দেশের নাম কাজাখস্তান৷ গ্রামের নাম কালাচি৷ এলাকার মানুষের ঘুমিয়ে পড়া রোগই গোটা বিশ্বে পরিচিত করেছে কালাচিকে৷ এই গ্রামের বিষয়টা খানিক আলাদা। কেমন আলাদা? আসলে এখানে কে, কখন, কোথায় ঘুমিয়ে পড়বে, তা তাঁরা নিজেরাও জানে না। যে-সে ঘুম না, একবার ঘুমোলে জাগতে জাগতে লেগে যেতে পারে কম করে সাত থেকে আট ঘণ্টা৷ শুধু মানুষ নয়, পশু-পাখিরাও রক্ষা পায় না ‘কাল ঘুম’ থেকে৷ হ্যাঁ, কাল ঘুমই বটে৷ কারণ কালাচির ঘুমের মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে৷ কেমন পার্শ্ব-প্রতিক্রিয়া?

লম্বা ঘুম ভাঙার পর নানারকম শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে৷ যেমন তীব্র মাথা ব্যথা, বমি ভাব৷ কারও কারও আবার রক্তচাপ বেড়ে যাচ্ছে মাত্রাহীন পর্যায়ে৷ স্মৃতি লোপ পাওয়ার ঘটনাও ঘটেছে৷ শিশুদের অস্বস্তি খানিক আলাদা। জানা গিয়েছে, ঘুম ভাঙার পর চরম হ্যালুসিনেশন তৈরি হচ্ছে শিশুদের মধ্যে৷ আজব সব দৃশ্য দেখছে তারা৷ অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে কয়েক গুণ বেড়ে যাচ্ছে যৌন আকাঙ্ক্ষা৷ এবং ঘুম-রোগ ভাঙার পর সাত দিন থেকে এক মাস অবধি থেকে যাচ্ছে এমন সব শারীরিক ও মানসিক অসুস্থতা৷

মারণ ঘুমের কারণটা কী?

নাঃ। চিকিৎসকরা একশ শতাংশ উত্তর দিতে পারছেন না৷ প্রথমটায় তাঁদের সন্দেহ ছিল, গ্রামবাসীরা বুঝি কোনও মানসিক রোগে আক্রান্ত৷ বৈজ্ঞানিক, রেডিওলজিস্ট, টক্সিকোলজিস্টরা গ্রামে এসে ঘুমের কারণ সন্ধান করেন৷ স্থানীয় জল-মাটিরও পরীক্ষা হয়৷ এইসময়েই গ্রামের বাসিন্দাদের মস্তিষ্ক স্ক্যান করা দেখা যায়, এদের মস্তিষ্কের কোষে রয়েছে অতিরিক্ত তরল৷ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘ইডিমা’৷ যদিও গ্রামবাসীদের সন্দেহ, এই ঘুমের পেছনে রয়েছে কালাচির কাছাকাছি ক্রাসনোগোরস্কি অঞ্চলের ইউরোনিয়াম খনির বিষাক্ত বাতাস৷

Related posts

এখনও সক্রিয় করোনা ভাইরাস। দুটি টিকার ডোজ নেওয়া হয়ে গেলেও কি মাস্ক পরতে হবে?

News Desk

সহপাঠীদের পাকিস্তানপন্থী স্লোগানে আপত্তি! কাশ্মীরে তরুণী ডাক্তারি পড়ুয়াকে প্রাণনাশের হুমকি

News Desk

চা তৈরির পর চা পাতা ফেলে দিচ্ছেন। জানেন ব্যবহার হওয়া চা পাতা কত কাজে দারুন উপযোগী

News Desk