Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক! পাকিস্তানের করাচিতে শুরু লকডাউন

পাকিস্তানেও ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণে জেরবার করাচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করাচিতে জারি করা হয়েছে আংশিক লকডাউন। শনিবার থেকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের করাচিতে জারি হওয়া এই লকডাউন চলবে ৮ অগাস্ট পর্যন্ত। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই লকডাউন জারির বিরোধিতা করেছিল কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শা এই সিদ্ধান্ত নেন।

তিনি জানান, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। করাচির হাসপাতালগুলিতে ভর্তি কোভিড রোগী। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানান, লকডাউন চলাকালীন সংশ্লিষ্ট এলাকার সমস্ত দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র রান্নার গ্যাস ভর্তি করার স্টেশন, মুদির দোকান , ওষুধ দোকান অর্থাৎ অতি আবশ্যক পণ্য়ের দোকানগুলি খোলা থাকবে। লকাউন চলাকালীন সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া চলবে না কোনও গণপরিবহনও। রেস্তোরাঁগুলি বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারির ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। শুধু শনিবারও পাকিস্তানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ জনের।

Pakistan locks down Karachi amid new Covid surge

প্রসঙ্গত, পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে, এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন পাক মন্ত্রী। কয়েকদিন আগেই পাক-মন্ত্রী আসাদ উমর একটি টুইটে জানিয়েছিলেন, ‘জানা যাচ্ছে বিয়েবাড়ি রেস্তোরাঁ এবং জিমে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রেস্তোরাঁ এবং জিমের মালিকরা যদি এই বিষয়ে সতর্ক না হন, সেক্ষেত্রে সেগুলি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’এখানেই শেষ নয়, পাকিস্তানে চতুর্থ ঢেউ আছড়ে পড়া নিয়ে সাধারণ মানুষকে সতর্কও করেন আসাদ। তিনি লিখেছিলেন, ‘দুই সপ্তাহ আগে আমি একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মডেল পেশ করেছিলাম, যেখানে দেখা যাচ্ছে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

বিয়ের ৭ বছর পেরিয়েও সন্তান হয়নি! শাশুড়ী বৌমার ঘরে দেওরকে ঢুকিয়ে তালা দিয়ে দিল

News Desk

৮৯-এর স্বামীর অতিরিক্ত যৌন চাহিদা! না সহ্য করতে পেরে হেল্পলাইন নম্বরে ফোন ৮৭-এর বৃদ্ধার

News Desk

দেড় থেকে তিনদিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! গোষ্ঠী সংক্রমণ শুরু?

News Desk