Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক সময় হত জাতীয় দলের ক্রিকেট ম্যাচ, এখন সেখানে হচ্ছে লাউ, কুমড়ো, লঙ্কার চাষ!

যেখানে উঠে আসত নতুন নতুন ক্রিকেট খেলোয়াড়, সেখানে এখন ফলছে সবজি! ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium) এখন হয়ে গিয়েছে চাষের জমি! এবং চরম উদাসীনতা পাকিস্তান ক্রিকেট কর্তিপক্ষ এর তরফে।

পাকিস্তানের পঞ্জাব প্রবেশের খানেওয়াল (Khanewal) স্টেডিয়াম। একসময় নিয়মিত ক্রিকেট ম্যাচ খেলা হলেও দীর্ঘদিন সেখানে খেলা বন্ধ। যেখানে একসময় চলত ব্যাট বলের দ্বৈরথ সেখানে হচ্ছে নানা সবজি যেমন লঙ্কা, কুমড়ো, লাউয়ের ইত্যাদির ফলন (Vegetable Field)। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শোয়েব জাট নামের এক পাকিস্তানি সাংবাদিক খানেওয়াল স্টেডিয়ামের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন। পাকিস্তান ক্রিকেটের মাঠের যদি এমন অবস্থা হয় তাহলে আগামীতে ক্রিকেটের ভবিষ্যৎ কী তাই নিয়েও প্রশ্ন তুলেছেন ওই সাংবাদিক। কিন্তু কি কারণে হল এমনটা?

আসলে দীর্ঘদিন পাকিস্তানে খেলা হয়না কোনো আন্তর্জাতিক ক্রিকেট। মাঝে মাঝে কোনও কোনো দেশের ক্রিকেট দল পাকিস্তানে খেলতে এলেও তাদের নিরাপত্তার স্বার্থে জন্য করাচি আর লাহোরের বাইরে কোথাও খেলা হয় না। ফলে বন্ধই থাকে দেশের বাকি অন্যান্য শহরের মাঠগুলো। তার উপর করোনার কারণে খেলা আরো বন্ধ। যার জেরে কোনো খেলাই বন্ধ হয়েছে।

পাকিস্তানের প্রত্যেক প্রদেশে ক্রিকেটকে পৌঁছে দিতে বা দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটের প্রতিভাকে আরো সুযোগ করে দিতে কয়েক কোটি টাকার খরচ করে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়াম। কিন্তু সেই ক্রিকেট মাঠ তৈরীর পাশাপাশি সেটিকে দরকার ছিল পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এর। আর সেখানেই খামিতি থেকে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ফলে আস্তে আস্তে অবহেলিত হতে থাকে পাকিস্তানের এই মাঠ। পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) শুরু করে ছোটো বড় ম্যাচ সবই হয় লাহোর আর করাচিতে।

খানেওয়াল স্টেডিয়াম রয়েছে খানেওয়াল জেলা প্রদেশের সরকারের তত্ত্বাবধানে। খানেওয়াল স্টেডিয়ামে একটা সময় অনেক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হত। এই কারণে সেখানে অনেক নামী ক্রিকেটারও ট্রেনিং করতে আসতেন। ফলে ক্রিকেট প্র্যাকটিসের জন্য আধুনিক সমস্ত সুযোগ-সুবিধাও রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেসব এখন নষ্ট হয়েছে।

Related posts

কোনও ডেবিট কার্ড হারিয়ে গেলে ফেরত পান সহজে , মনে রাখতে হবে কেবল কার্ডের এই নম্বরটি

News Desk

দেশে ফের ৪৫ হাজারের কাছাকাছি সংক্রমণ, বাড়ছে অ্যাক্টিভ কেস। আবার দেখা দিচ্ছে আশঙ্কা

News Desk

ফের ঊর্ধ্বমুখী দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা, কেরলের সংক্রমন চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের

News Desk