Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

Oyo হোটেল কর্তৃপক্ষের কাছে ১ বছর আগে দেওয়া বকশিস দাবি করে বসলেন গ্রাহক! তারপর

নেটিজনরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মজার নানা কনটেন্ট আপডেট করতে থাকে। অনেক সময় নেটিজনরা নিজেদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে কোনো কোনো ব্র্যান্ডকেও ট্রোল করার চেষ্টা করে। আধুনিক সময়ের কোম্পানিগুলিও সেই সব মজার পোস্টে মজার উত্তর দেন এবং এইভাবেই সোশ্যাল মিডিয়ায় শিরোনামেও চলে আসেন। সম্প্রতি ভারতের স্টার্টআপ হোটেলের কোম্পানি ওয়ো রুমস (Oyo Rooms) আলোচনায় রয়েছে একই ভাবে। আসলে Oyo Rooms এর তরফ থেকে একটি টুইট সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে। আর তাই নিয়ে নানা মন্তব্য পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। বিষয়টা কি? জানুন পুরোটা..

আসলে একজন জনৈক ব্যক্তি Oyo এর কাছে মেসেজ করেছিলেন, যার স্ক্রিনশট টুইট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়ো হোটেল (Oyo Hotels) কর্তৃপক্ষ। ওই ব্যক্তি আসলে Oyo এর কাছে ২০০ টাকা দাবি করেছেন। Oyo কে মেসেজ করে তিনি লিখেছেন যে তিনি এক বছর আগে যখন একবার Oyo Hotel এ থেকেছিলেন তখন ওয়োর কর্মীদের (Oyo Staff) ২০০ টাকা টিপ দিয়েছিলেন। ব্যক্তি জানিয়েছেন যে এখন তার সেই অর্থের প্রয়োজন। তিনি Oyo -এর কাছে তার দেওয়া সেই একই ২০০ টাকা ফেরতের দাবি করেছেন। Oyo Rooms-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই বার্তাটির একটি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে এবং সাথে ক্যাপশনে লেখা ছিল কিভাবে তাদের এই বার্তাটির প্রতিক্রিয়া জানানো উচিত?

পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এবং টুইটার ব্যবহারকারীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ নিয়ে মানুষ নানান মজার প্রতিক্রিয়া দিতে থাকে। একজন ব্যবহারকারী লিখেছেন যে তিনি এক বছর আগে দেওয়া টাকা ফেরত চাওয়া দেখে অবাক, কারণ তিনি এক বছর আগে দেওয়া এই টাকার সুদ দাবী করেননি। এর জবাবে ওয়ো লিখেছেন, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এর জবাবে একজন মিমর হ্যান্ডেল লিখেছেন, ‘এখানে আসলের টাকাই নেই, তো সুদ দূরের কথা।’

Related posts

শেষ ৭ দিনের লড়াই! মারা গেলেন কপ্টার দুর্ঘটনার শেষ জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

News Desk

নৃশংস: সম্পত্তি লিখে দাও! মারতে মারতে ৮০ বছরের মায়ের হাত ভাঙলো ব্যাঙ্কে কর্মরত ছেলে

News Desk

৭ বছরের বাচ্চা মেয়ের কান চিবিয়ে খেল কুকুর! কুকুরের মালিকের বিরুদ্ধে থানায় পরিবার

News Desk