সকল মুদ্রারই এপিঠ ওপিঠ আছে। কিছুদিন আগেই সকলের নজরে এসেছিল একটি খবর যে এক ব্যক্তি কুকুরটিকে মেরে ঝুলিয়ে দিয়েছে। অবলা প্রাণীর প্রতি এই আচরণ ছিল নিন্দনীয়। কিন্তু আবার এমন এক পশুপ্রেমীর খবর সামনে এসেছে যা অনন্য।
উত্তরপ্রদেশের মির্জাপুরে এক ব্যক্তি তার পোষা কুকুরের জন্মদিন এমনভাবে উদযাপন করেছেন যা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। জন্মদিনে প্রায় ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ডিজে এনে নাচ গানের ব্যাবস্থা ছিল এবং জন্মদিনে আমন্ত্রিত লোকেরাও কুকুরের জন্য উপহার নিয়ে এসেছিল।
মির্জাপুরের বনোয়ারীপুরে বসবাসকারী সুরেশ কুমার বিন্দ শুক্রবার রাতে তার পোষা কুকুর রানির পঞ্চমতম জন্মদিন পালন করলেন। সেই আয়োজন নিয়েই সর্বত্র আলোচনা হচ্ছে। সুরেশ কুমার বিন্দ বলেন, রাণী আমাদের বাড়ির সদস্যের মতো। রাণী ঘরের শিশুর মতো। সবাই ওকে খুব যত্ন নেয় এবং রানিকে অনেক ভালবাসে। পাঁচ বছর আগে রানিকে বাচ্চা অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত রানী তাদের পোষ্য কুকুরের নাম।
সুরেশ কুমার বিন্দ আরো জানান যখন ওর পাঁচ বছর বয়স হলো, তখন আমরা ভেবেছিলাম কেন রানির জন্মদিন খুব আড়ম্বরে পালন করব না। রানির জন্মদিনের জন্য পুরো পরিবার প্রস্তুত হলো তাই। গ্রামের মানুষের কাছে রাণীর জন্মদিনের আমন্ত্রণপত্র পাঠানো হয়। রানীর জন্য একটি বড় কেকও অর্ডার করা হয়েছিল। প্রায় ২০০ জনের জন্য খাবার তৈরি করা হয়েছিল। বাড়ির বাইরে তাঁবু লাগিয়ে রানির জন্মদিনে কেক কাটা হয়। এরপর ডিজে-র তালে তুমুল নাচ-গান শুরু হয়।
রানীকে উপহার
জন্মদিনে আগত লোকেরাও কুকুর রাণীর জন্য অনেক উপহার নিয়ে এসেছিল। গভীর রাত পর্যন্ত চলে রানির জন্মদিন উদযাপন। এখন এই জন্মদিন নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।