Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জন্ম কি রাতে? জানুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন হয় রাতে জন্মানো মানুষের চরিত্র

জন্মতারিখের পাশাপাশি জন্মসময় থেকেও আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব হয়। পুরাণ অনুযায়ী যে জন্মের সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একজন মানুষের জীবন কোন পথে যাবে, তা নাকি জন্মের সময়ের উপর অনেকাংশেই নির্ভর করে। এমনকী এমনটাও মনে করা হয় যে যারা রাতে জন্মান তাদের থেকে স্বভাবগত দিক থেকে অনেকটাই আলাদা হন দিনে জন্মান মানুষেরা।জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কালের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাতে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে। আপনার স্বভাবের উপর জন্মের সময়ের কোনও প্রভাব আছে কিনা দেখে নিন-

এমনটা মনে করা হয় সূর্য ডোবার পর এবং চাঁদের উপস্থিতিতে যারা জন্মান, তারা খুব ভাবুক এবং কল্পনাপ্রবণ হন। যে কারণে শিল্পকলার প্রতি, বিশেষত গান এবং পেন্টিং-এর দিকে এদের আলাদাই একটা টান থাকে। শুধু তাই নয়, এমন মানুষরা খুব দুরদর্শীও হন। এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, শিল্পকলার প্রতি তাঁদের দক্ষতা থাকা স্বাভাবিক। এই সময়ের জাতক জাতিকা সচরাচর আশাবাদী হয়ে থাকেন। এরা সহজেই অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকেন। এই সময়ে জাত ব্যক্তিরা প্রেমিক হিসাবে আদর্শ।

রাতে জন্মান মানুষেরা বাবার তুলনায় মায়েদের বেশি ভালবাসেন। সেই সঙ্গে ছোট ছোট বিষয়ের দিকে এদের নজর থাকে, বিশেষত যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন এমন মানুষেরা পুঙ্খানুপুঙ্খ বিষয় বিশ্লষণ করে তবেই শেষ সিদ্ধান্ত নেন। গভীর রাতে যাঁরা জন্মান তাঁরা বুদ্ধিজীবী হিসাবে সহজাত দক্ষতা থাকা স্বাভাবিক। সাংবাদিকতা, যোগাযোগ সংক্রান্ত বিষয়, টিভি, বেতার বা প্রচার সংস্থার সঙ্গে যুক্ত থাকলে এ সময়ের জাতক-জাতিকরা বিশেষ উন্নতি লাভে সক্ষম হয়ে থাকেন। ভাইবোন বা প্রতিবেশীরা এঁদের উন্নতির ব্যাপারে বাধার সৃষ্টি করতে পারেন। যে সকল জাতক বা জাতিকা রাত ১২টা থেকে রাত ১টার মধ্যে জন্মেছেন, তাঁদের পক্ষে জীবন সুপ্রতিষ্ঠিত হওয়া অবশ্যই সম্ভব।

এরা খুব আত্মবিশ্বাসী হন। তবে দিনের বেলা এরা খুব একটা লোকজনের সঙ্গে মিশতে চান না, যতটা রাতের বেলা করে থাকেন। বলতে পারেন, রাতে জন্মানোর কারণে এরা ওই সময়ই বেশি অ্যাকটিভ হয়ে ওঠেন। রাতের বেলা যারা জন্মান তারা বেজায় উৎসাহপ্রবণ এবং মন ভোলা হন। শুধু তাই নয়, এরা কল্পনাপ্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করেন। এরা খুব বুদ্ধিমান এবং বেজায় সমালোচকও হন। এমন মানুষদের চারিপাশে কী ঘটছে সে বিষয়ে এদের খুব নজর থাকে। এক কথায়, এরা খুব জ্ঞানী হন। বন্ধুভাগ্যও এদের বেশ ভাল হয়। এ সময়ে জাত ব্যক্তিগণ সচরাচর সুবক্তা এবং অতিথি বৎসল হয়ে থাকেন। প্রভূত অর্থ উপার্জন করা এঁদের পক্ষে সম্ভব হলেও, এঁদের পক্ষে অর্থ সঞ্চয় করা নাও সম্ভব হতে পারে। জন্মকালীন গ্রহাবস্থান অনুযায়ী রবিগ্রহ শুভগ্রহ যুক্ত বা শুভগ্রহ দ্বারা পূর্ণদৃষ্ট হলে এসময়ের জাতক-জাতিকাগণ প্রভূত অর্থশালী হতে পারেন।

Related posts

হোয়াটসঅ্যাপে অবিলম্বে এই সেটিং চেক করুন, অন্য কেউ আপনার চ্যাট পড়ছে না তো

News Desk

‘আমাকে এখুনি বিয়ে করো…’ রাস্তার মধ্যেই যুবকের হাত ধরে নাছোড়বান্দা তরুণী, তারপর!

News Desk

ডেল্টার পর আতঙ্কের নতুন নাম কাপ্পা! গুজরাটে ৫ জনের শরীরে মিলল করোনার এই স্ট্রেন

News Desk