Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশ জুড়ে করোনা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার সুস্থ হলেন ৩.৫২ লাখ রোগী, মৃতের সংখ্যা ৪,০০০ পার

নতুন করে করোনা (Covid-19) আক্রান্ত ৩,৬২,৭২৭ জন দেশে গত ২৪ ঘণ্টায় । অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩,৫২,১৮১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৭ লক্ষেরও বেশি মানুষ করোনাকে হারিয়ে ।

বঙ্গে এলো কোভিড ভ্যাকসিনের ১ লক্ষ ডোজ, টিকার আকাল কি মিটবে?

একদিনে করোনায় ৪,১২০ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দেশে ৪ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন টানা ২ দিন পর পর ।

বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭,১০,৫২৫ দেশে । সুস্থতার হারে বিশেষ হেরফের হচ্ছে না সংক্রমণের বিশাল সংখ্যার কারণে ।

একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন পশ্চিমবঙ্গে । এদিকে রাজ্যে নয়া রেকর্ড হয়েছে মৃত্যুর নিরিখেও । গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ১৩৫ জন করোনা আক্রান্ত হয়ে । সংক্রমিতের সংখ্যা প্রতি দিন বাড়তে থাকায় তার মোট হার ৯.৪৩ শতাংশ বেড়ে হয়েছে । যা সর্বাধিক এখনও পর্যন্ত ।

টিকাকরণ এবং কোভিড টেস্টকেই পাখির চোখ করেছে প্রশাসন সংক্রমণ রুখতে । গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১১ হাজার ১৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী । মোট টিকাকরণ হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৪৬ হাজার ৪৮৭ জনের এখনও পর্যন্ত। সেই সঙ্গে ৬৯ হাজার ৮৭৪টি কোভিড টেস্ট হয়েছে । দৈনিক সংক্রমণের হার আগের থেকে ২৮.৮২ শতাংশ বেড়ে হয়েছে ।

গত ২ দিন করোনার গ্রাফ পর পর নিম্নমুখী হয়েছে । করোনা সংক্রমণ হ্রাস পাবে মে মাসের প্রথম সপ্তাহের পর বলে জানিয়েছিলেন আইআইটি-র গবেষকদের একাংশ। এবার সকলে সেই পূর্বাভাস যাতে সত্যি প্রমাণিত হয়, সেদিকেই তাকিয়ে । যদিও সংক্রমণ হ্রাসের কোনও লক্ষণ নেই দেশজুড়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহেও।

Related posts

শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ভোজনের আগে গরু, কুকুর, কাক ইত্যাদিকে খাবার উৎসর্গ করা হয় কেন

News Desk

ভিক্ষা করতে চাই না , সৎ উপায়ে উপার্জন করতে চেয়ে আর্তি পেন বিক্রেতা দিদিমার!

News Desk

বড়লোকের থেকে চুরি করে গরীবকে বিতরণ! ‘রবিন হুড’ হতে গিয়ে শেষমেশ যা হলো দুই চোরের

News Desk