আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলা ৯/১১ এর ঘটনায় ওসামা বিন লাদেনের কোনো যোগ ছিল না! আমেরিকার উপর হওয়া এই বিশ্বনিন্দিত জঙ্গি হামলার ঘটনায় লাদেনের যোগ সাজিশের কোনও ধরনের প্রমাণ ২০ বছর পরেও পাওয়া যায়নি, তাই তাকে দোষী বলা যায়না, এবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আর এই মন্তব্যের পরেই নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে বিভিন্ন মহলে।
তিনি তার সাক্ষাৎকারে বলেন, “লাদেন যখন আমেরিকার কাছে বেশ বড় মাপের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তখনও আফগানিস্তানেই ছিলেন। কিন্তু আদতে ওসামা বিন লাদেনই যে আমেরিকার টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন, তালিবান সেই কথা মানে না।”তা হলে তিনি এই কথা বলতে চাইছেন যে, ৯/১১ হামলার জন্য সত্যিই লাদেন দায়ী নয়?
জাবিউল্লা এই প্রশ্নের উত্তরে বলেন, তালিবান কখনোই সে কথা অতীতে বিশ্বাস করেনি আর ভবিষ্যতে করবেও না। আমেরিকায় সেই হামলার পর কেটে গিয়েছে ২০ বছর। এখনও কি কোনও প্রমাণ মিলেছে? পাল্টা ইন্টারভিউকারী কে জিজ্ঞেস করেন তালিবান মুখপাত্র।
তাঁর কথায়, “আফগানিস্তানে মাটিতে আমেরিকার যুদ্ধ শুধুমাত্র একটা অজুহাত ছিল মাত্র।” প্রসঙ্গত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর দুটি যাত্রীবাহী প্লেন হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালায় আল কায়দা। তাতে মারা গিয়েছিলেন বহু মানুষ।
ঘটনার দায় বর্তায় আল কায়েদা জঙ্গী সংগঠনের উপর। আমেরিকায় উপর হামলা চালাতে এই আফগানিস্তানে থেকেই নিজের গুটি সাজিয়েছে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এমন ঘটনার পর আফগানিস্তানে হানা দেয় আমেরিকা।
২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে আমেরিকার নেভি সিল লাদেনকে মেরে ফেলে। যে আফগানিস্তানের মাটি ব্যাবহার করে এত বড় জঙ্গি হামলার ঘটনা হয়েছিল সেই দেশের ক্ষমতায় আজ আবারও তালিবান। তাই এর নিশ্চয়তা কি যে ভবিষ্যতে আফগানিস্তানের মাটি আবারও সন্ত্রাসবাদীদের ঠিকানা হয়ে উঠবে না?
এ প্রসঙ্গে তালিবান মুখপাত্র জাবিউল্লা স্পষ্ট বলেন, “তালিবান কথা দিয়েছে এই আফগানিস্তানকে কোনও ভাবেই সন্ত্রাসজনিত কোনো কাজে আর ব্যবহার করতে দেবে না।”
আমেরিকা যে আফগানিস্তান দেশ ছেড়ে চলে যাচ্ছে তাতে তালিবান গোষ্ঠীর সদস্যরা খুবই খুশি বলে জানিয়েছেন জাবিউল্লা। তাঁর কথায়, “এটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত।”