২০২০ সালে ভারতে হানা দেয় ভয়ঙ্করকরোনাভাইরাস। একে একে বন্ধ হয়ে যায় সমস্তশিক্ষাপ্রতিষ্ঠান। এক বছর পেরিয়ে গেলেও করোনা অতিমারির কারণে স্কুল ও কলেজের পঠনপাঠন প্রায় বন্ধ। বাড়িতে বসেই চলছে অনলাইন ক্লাসে পড়াশোনা।
শিক্ষা ক্ষেত্রের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাই এবার অনলাইন কোর্সের শিক্ষার্থী ভর্তির সিট বাড়ানোর সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা AICTE। সম্প্রতি এর জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন এই নির্দেশিকায় AICTE অনুমোদিত যে সব কলেজে অনলাইন কোর্স আছে, সেই অনলাইন কোর্সগুলিতে এবার থেকে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীর অ্যাডমিশন করাতে পারবে কলেজগুলি।
এর আগে পর্যন্ত এমনি ক্লাসরুম কোর্সের সিট সংখ্যার তুলনায় তিনগুণ বেশী ছাত্রছাত্রীকে অনলাইন কোর্সে ভর্তি নেওয়া সম্ভব ছিল। কিন্তু আতিমারিতে এবার এর থেকেও বেশী ছাত্র ছাত্রী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো AICTE।
বিশ্ববিদ্যালয় নিয়ামক সংস্থা বা ইউ জি সি (UGC)-র অনলাইন ও ডিসট্যান্স কোর্সের নির্দেশ অনুযায়ীই AICTE অনুমোদিত কলেজগুলিতে অনলাইন কোর্সের ক্ষেত্রে ছাত্র ভর্তির আর কোনও নির্দিষ্ট সীমা রইল না। ফলে বিভিন্ন অনলাইন কোর্সের ক্ষেত্রে নিজেদের ইচ্ছে ছাত্র ছাত্রী ভর্তি নিতে পারবে কলেজগুলি।
গত বছর কোভিড আতিমারির ফলে দেশ জুড়ে নয়া শিক্ষা নীতি আনার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। কলেজের স্টুডেন্ট-সংখ্যা বৃদ্ধিতে অনলাইন কোর্সের উপর জোর দেওয়া হয়েছিল এই নতুন শিক্ষানীতিতে। এবারে এই নতুন নির্দেশিকা সেই শিক্ষা নীতি প্রয়োগ করার একটি উদ্যোগ বলেই মনে করছে শিক্ষা মহল।