Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

বিয়ের এক মাস পূর্তি উদযাপন, ভিকির সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন ক‍্যাটরিনা

নিজদের বিবাহিত জীবনের এক মাস পূর্ণ করে ফেললেন বলিউডের সুপারস্টার ক‍্যাটরিনা কাইফ (katrina kaif) ও ভিকি কৌশল (vicky kaushal)। সদ্য সমাপ্ত ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের ফোর্ট বারওয়ারাতে চার হাত এক হয়েছিল এই বলিউড জুটির। আর তারপর দেখতে দেখতে এক মাস কেটে গেল। আর এই কথা মনে করেই নিজেদের বিয়ের এক মাস পূর্তি উপলক্ষে স্বামীর সঙ্গে ভালোবাসার অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন ক‍্যাটরিনা।

ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী কাটরিনা কাইফ কে নিজের বুকে জড়িয়ে ধরে রেখেছেন ভিকি। দুজনের চোখে মুখে খুশির ছোঁয়া। ক‍্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘ প্রথম মাস সম্পূর্ন হওয়ার শুভেচ্ছা আমার হৃদয়!’ প্রথম মাস কমপ্লিট করার উপলক্ষে ভিকি কৌশলও শেয়ার করেছেন তাঁদের কোনো অনুষ্ঠানের মঞ্চের পারফরম্যান্স এর একটি অদেখা ছবি। বাকি জীবন একসঙ্গে এইভাবেই কাটানো বাকি, বার্তা ভিকির।

ক্যাটরিনার পোস্ট করা ছবিতে একেবারে ঘরোয়া ভাবে দেখা গেছে সেলিব্রিটি জুটিকে। নো মেকআপ লুক ক্যাটরিনার। স্ত্রী ক্যাটরিনাকে যেন বুকে আগলে রেখেছেন ভিকি। ছবি দেওয়ার সাথে সাথেই ভালোবাসা এবং শুভেচ্ছার বন্যা অনুরাগীদের তরফে। বিয়ের পর তারকা জুটির সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের ভালোবাসার ছোঁয়া।

এই মুহূর্তে ইন্দোরে রয়েছেন ভিকি কৌশল আগামী ছবির শুটিংয়ের জন‍্য। সম্প্রতি ইন্দোর যেতে দেখা গিয়েছিল ক‍্যাটকে স্বামীর সঙ্গে দেখা করার জন‍্য। সেখানেই ভিকিক‍্যাট একসঙ্গে থাকার প্রথম মাইলফলক পার করার সেলিব্রেশনে মেতেছেন। বলিউডের বন্ধুবান্ধবরা জুটিকে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে গাঁটছড়া বেঁধেছেন। রাজকীয় বিয়ের আসর সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল। বিয়ে সেরেছিলেন বলিউডের এই চর্চিত জুটি কড়া নিরাপত্তার ঘেরাটোপে। এরপর জয়পুর থেকে সোজা মধুচন্দ্রিমায় মলদ্বীপ উড়ে যান বলিউডের নবদম্পতি ১০ ডিসেম্বর সকালেই।

ভিকি-ক্যাটরিনা জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানেই সংসার পেতেছেন বিয়ের পর। সংসার পেতেছেন নব দম্পতি অ্যাপার্টমেন্টের ৮ তলায় 4BHK ফ্ল্যাটে। আরবসাগরমুখী এই ফ্ল্যাট প্রায় ৫ হাজার স্কোয়ার ফুটের। নায়িকা নিজের আসন্ন সিনেমার ঘোষণা সেরেছেন বিয়ের পর। আসন্ন প্রোজেক্টে কাজ করছেন ক্যাটরিনা পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে। অন্যদিকে, আপাতত ব্যস্ত ভিকি মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ ছবির শ্যুটিংয়ে।

Related posts

দেশের কোভিড পরিস্থিতি স্বস্তিজনক হলেও উদ্বেগ প্রতিবেশী চিনে! লকডাউন আরও একটি শহরে

News Desk

পঞ্চাশের ‘তরুণ’ Milind Soman শেয়ার করলেন ডায়েট চার্ট, জেনে নিন ফিটনেসের রহস্য!

News Desk

এই ৫ রাজ্যকে করোনার বাড়াবাড়ি নিয়ে সতর্ক করল কেন্দ্র! মাস্ক খুললে আবারও জরিমানা দিল্লীতে?

News Desk