Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন! ২০০ পার করল আক্রান্তের সংখ্যা! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

একলাফে ২০০ পার করল দেশে Omicron আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে একাধিক রাজ্যের মোট ২১৩ জন মানুষের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল। একদিনে ১৮ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩১৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩১৮ জনের এবং সুস্থ হয়েছে উঠেছেন ৬৯০৬ জন। দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার রিভিউ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

দেশে Omicron আক্রান্তের পরিসংখ্যানে মুম্বইকে ছাপিয়ে গেল দিল্লি। এই মুহূর্তে দেশে মোট ২১৩ জন Omicron Variant-এ আক্রান্ত। তার মধ্যে সর্বাধিক দিল্লিতে। মুম্বইকে ছাপিয়ে দিল্লিতে Omicron আক্রান্তের সংখ্যা এখন ৫৭। মহারাষ্ট্রে এই সংখ্যা বর্তমানে ৫৪। তবে মোট আক্রান্তের মধ্যে ৯০ জনের রিপোর্ট ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। তাঁরা প্রত্যেকেই ওমিক্রন মুক্ত। সকলেই ছাড়া পেয়ে গিয়েছেন হাসপাতাল থেকে।

অ্যাক্টিভ কেস নিম্নমুখী
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যায় রেকর্ড পতন। এই মুহূর্তে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০। যা গত ৫৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

অন্যদিকে দেশজুড়ে ওমিক্রনের চোখরাঙানির মাঝেই রাজ্যগুলিকে নতুন করে এমনই পরামর্শ দিল কেন্দ্র। প্রায় প্রতিটি রাজ্য প্রশাসনকেই ওমিক্রন নিয়ে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, অবিলম্বে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। বড়দিন ও বর্ষবরণের সময় কোনওভাবেই যাতে দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী না হয়, তা নিশ্চিত করতেই কেন্দ্রের এই পরামর্শ বলে মনে করা হচ্ছে। যে সমস্ত এলাকায় ১০ শতাংশের বেশি সংক্রমণের হার, সেখানে নতুন করে নাইট কার্ফু জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ছোট ছোট এলাকায় কনটেইনমেন্ট জোন চালু করারও প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড এবং অক্সিজেনের জোগান রাখারও প্রস্তুতি নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের লেখা চিঠি আরও উল্লেখ করা হয়েছে, করোনার ডেল্টা প্রজাতির থেকেও তিনগুন হারে বাড়ছে ওমিক্রন। ফলে আগে থেকে কোমড় বেঁধে না নামলে এর মোকবিলা করা সম্ভব হয়ে উঠবে না।

Related posts

ইঁদুরের খাওয়া প্রসাদ বিতরণ করা হয়! এই মন্দিরে সাদা ইঁদুর চোখে পড়লে ভাগ্য ফিরে যাবে

News Desk

পাল্টাচ্ছে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন এবং টিকাকরণের পদ্ধতি, ঘোষণা কেন্দ্রের

News Desk

শুধুমাত্র অন্তর্বাস আর বিকিনি পরেই কফি বিক্রি করেন এই মহিলা! কারণ জানলে চমকে উঠবেন

News Desk