Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মৌমাছির মরণ কামড় -এ মৃত সত্তরোর্ধ্ব বৃদ্ধ! আতঙ্ক দুর্গাপুরে

মৌমাছির কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের।মৃত বৃদ্ধের নাম দ্বারকা প্রসাদ সিং। বয়স প্রায় ৭০। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এমএএমসি কলোনিতে। মৃত ব্যক্তি দুর্গাপুরের একটি কারখানার প্রাক্তন আধিকারিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় একটি কলেজের কাছে এক ঝাঁক মৌমাছি ঘিরে ধরে তাঁকে। অসংখ্য মৌমাছির তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে থাকেন তিনি। কিন্তু কিছু দূরে গিয়ে পড়ে যান। এর পরও তাঁকে চার দিক থেকে হামলা করতে থাকে মৌমাছির দল। মৌমাছির কামড় থেকে বাঁচতে তিনি নির্মীয়মাণ বাড়ির জলাশয়ে ঝাঁপ দেন। তখন স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে গেলেও তাঁরাও মৌমাছির হামলার শিকার হন। এর পর খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। পুলিশ এসে আহত দ্বারকাপ্রসাদবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার ভোর রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সোমবার গভীর রাতে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার মৃতের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই রাস্তা দিয়ে পারাপার রীতিমতো আতঙ্কের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বারকাবাবু নীরিহ মানুষয। রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কোনও প্ররোচনা ছাড়া হঠাৎই মৌমাছিগুলো তাঁকে আক্রমণ করে। অসংখ্য মৌমাছির হামলা বেশিক্ষণ সহ্য করতে পারেননি তিনি। কারখানার অবসরপ্রাপ্ত ওই আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related posts

আয়ার কাছে সন্তানকে রেখে কাজে যেতেন বাবা-মা! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হরহিম করা দৃশ্য

News Desk

“সন্তান নেওয়া যাবে না!” স্বামীর লাথির আঘাতে ৪ মাসের গর্ভবতীর মর্মান্তিক পরিণতি কালনায়

News Desk

রাতে একসাথে ঘুমোতে গিয়েছিলেন! ঘুম ভাঙতে জানতে পারলেন পাওয়া গেছে স্ত্রীর মুণ্ডহীন দেহ

News Desk