Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফুলশয্যার রাতে বর কে ঘর থেকে বার করে দিলেন কনে! বিষয়টি গড়ালো থানা পর্যন্ত

ফুলশয্যার রাত যেকোনো নবদম্পতির জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এই দিনটি বর-কনের কাছে স্পেশাল। একে অপরকে চেনার জানার। কিন্তু এই যুবকের জন্য ফুলশয্যা রাতে যে বিস্ময় অপেক্ষা করছিল তা বোধহয় তিনি বিন্দুমাত্র টের পাননি। দুই পরিবারের সম্মতিতে হবার বিয়ের পর অপেক্ষারত নববধূর কাছে বিয়ের রাতে গিয়েছিলেন স্বামী। কিন্তু ঘরে ঢোকা মাত্র নববধূর হুংকার। বললেন “এক্ষুনি বেরিয়ে যাও বলছি এখান থেকে।” যুবক হতভম্ব। কিন্তু এই ঘটনার জের গড়ালো থানা অবধি।

বিষয়টা কি? আসলে রাজস্থানের রাজধানী জয়পুরে বিয়ে ভেঙ্গে যাওয়ার একটি অভিনব ঘটনা সামনে এসেছে। যেখানে বর নিজেকে কনে এবং তার প্রেমিকার হাত থেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে আবেদন করছে। জয়পুরের বিশ্বকর্মা থানায় নির্যাতিতর তরফে জানানো হয়েছে যে মেয়েটির পরিবারের সদস্যদের সম্মতিতে ২০২১ সালের, ১৬ই নভেম্বর তারিখে তার বিয়ে হয়েছিল। ভুক্তভুগী এই যুবক হার্মদা থানা এলাকার বাধর্না রোডে অবস্থিত পঞ্চ কলোনীর বাসিন্দা।

বিয়ের পর ফুলসজ্জা উদযাপন করতে স্ত্রীর ঘরে গেলে স্ত্রী খুশি হবার জায়গায় ভীষণ ক্ষুব্ধ হলেন। রাগ করে বলেন- বের হও, এখান থেকে যাও। স্ত্রী ফুলসজ্জা উদযাপন করতে সরাসরি অস্বীকার করেন। স্ত্রী যুবক কে জানান, অশোক নামে এক যুবকের সঙ্গে তার প্রেম ছিল। এবং যতই বিয়ে হয়ে যাক সেটি একই থাকবে। পরিবারের লোকজন জোর করে তার বিয়ে দিয়েছে।

সব শুনে হতভম্ব হয়ে পড়েন ভুক্তভোগী যুবক। কি করবেন বুঝে উঠতে পারেন না। স্ত্রীর বিষয়ে পরামর্শের জন্য তিনি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। শ্বশুরবাড়ির লোকজন নিজেদের মেয়েকে বোঝানোর বদলে নির্যাতিত যুবককেই উল্টোপাল্টা বলতে থাকেন। গালাগালি দেন।

এর পরে, কি করবে কোন উপায় না পেয়ে স্বামী পুলিশের কাছে সাহায্য চান। জানান তার স্ত্রী এবং তার প্রেমিকের হাত থেকে তাকে বাঁচাতে। পুলিশ কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন যে তার জীবন ঝুঁকিতে রয়েছে। স্ত্রী যে কোনো সময় তাকে যেকোনো ধরনের মামলায় জড়াতে পারে। জয়পুরের বিশ্বকর্মা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত যুবক। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related posts

কয়েকটি ভুলে বাতিল হয়ে যাচ্ছে সরকারি প্রকল্প লক্ষীর ভান্ডার ফর্ম! আবেদনের আগে জেনে নিন

News Desk

বাঘ-সিংহের চেয়ে বহুগুণে ভয়ঙ্কর, আফ্রিকার তৃণভোজী এই মহিষকে কেন যমদূত বলা হয় জানুন

News Desk

বিকট কান ফাটানো শব্দ, তারপরেই বাইরে ছুটে এসে কি দেখলেন, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা

News Desk