Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নববধূ প্রতারণার মামলা করল যৌন মিলনে অক্ষম স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে

বিয়ের কয়েক দিনের মধ্যেই স্বামীর আসল পরিচয় প্রকাশ্যে চলে এসেছিল। স্ত্রী বুঝতে পারেন, স্বামী সঙ্গমে অক্ষম। বিষয়টি জানার পরই শ্বশুরবাড়িতে জানান নববিবাহিতা। অভিযোগ, এই কথা শুনে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করেন, খুন করার হুমকিও দেন। স্বামী এবং শ্বশুরবাড়ির লোক-সহ সাত জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন মহিলা।

ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের। পুলিশ জানিয়েছে, সম্বন্ধ করে শাহজাহানপুরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় পুয়াবান গ্রামের ওই মহিলার। অভিযোগ, স্বামীর শারীরিক অক্ষমতা গোপন রেখে এই বিয়ে দেওয়া হয়। বিয়েতে ১০ লক্ষ টাকা নগদ এবং সংসারের প্রয়োজনীয় আসবাব দেন মহিলার বাপের বাড়ির লোকেরা।

পুলিশ সুপার (গ্রামীণ) সঞ্জীব বাজপেই সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, সমস্যা সৃষ্টি হয় মহিলার বিয়ের কয়েক দিন পর। মহিলা বুঝতে পারেন, স্বামী সঙ্গমে অক্ষম। তার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। মহিলার স্বামী-সহ সাত বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে।

Related posts

পুরুষদের বিরুদ্ধে যৌন ধর্মঘট ঘোষণা করলেন মহিলারা! কারন কি জানলে অবাক হবেন

News Desk

এমনও দিন গেছে শুধু জল খেয়ে রেকর্ডিং করেছেন! ফিরে দেখা কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবন!

News Desk