করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বেলগাম সংক্রমনে নাজেহাল গোটা দেশ। নিত্য নতুন আক্রান্তের গ্রাফ বাড়ছে। সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে হাহাকার পড়ে গিয়েছে। এমন অবস্থায় আশঙ্কা করা হচ্ছে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক একটি গবেষণা থেকে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এবারে পাওয়া গেল আরেকটি নতুন করোনাভাইরাসের সন্ধান যা কিনা কুকুর থেকে ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। এমনটাই হয়েছে মালয়েশিয়ায়। মিলেছে এক নতুন ধরনের করোনাভাইরাসের (Coronavirus) হদিশ, যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। তবে, এই ভাইরাসটি মানবদেহের জন্যে কোনো ভাবে ক্ষতিকারক কি না, তার এখনও কোনো ধরনের প্রমাণ পায়নি গবেষকরা।
জানা যাচ্ছে, করোনা ভাইরাস অতিমারি ছড়িয়ে পড়ার পর ডা. গ্রেগরি গ্রে নামে একজন বিজ্ঞানী তার ল্যাবরেটরি লিশান শিউ নামে এক স্নাতক পড়ুয়াকে এই ভাইরাসের উপর সব ধরনের পরীক্ষা করার জন্য আহ্বান জানিয়েছিলেন, যাতে সব টাইপের করোনাভাইরাস কে শনাক্ত করা যায়। এমনকী, যে করোনা ভাইরাসের যে ধরনগুলো অজানা। এরপর শিউ এমন একটি পরীক্ষা চালান করেন, যেখানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে নিউমোনিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন একটি নতুন করোনাভাইরাসের হদিশ পান। এই ভাইরাসটি ৮ নং করোনাভাইরাস হিসেবে পরিচিত। মালয়েশিয়ার এক হাসপাতালে ভর্তি করোনা রোগীদের থেকে লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল।রোগীদের লক্ষণ কিছুটা নিউমোনিয়ায় রোগীদের মতো। ৩০১টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে মধ্যে ৮টি তে দেখা গিয়েছে, রোগীরা কুকুরের ভাইরাসে আক্রান্ত।
এদিকে, আগামী জুলাই মাসের মধ্যে ভারতে করোনা সংক্রমণের লাগামহীন দ্বিতীয় ঢেউ আয়ত্তে চলে আসতে পারে বলে কেন্দ্রকে জানিয়েছে করোনার বিশেষজ্ঞ প্যানেল। তবে যে কোনো মহামারীতে তৃতীয় ঢেউ আসা একপ্রকার অনিবার্যই। কেন্দ্রকে দেওয়া রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞদের অনুমান, দ্বিতীয় ঢেউয়ের পরে অন্তত ছয় থেকে আট মাস পরে তৃতীয় ঢেউ আসতে পারে। তার আগে এমন এক নতুন করোনা ভাইরাসের সন্ধান চিন্তা বাড়ালো বই কমলো না।