Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সুখবর! পুজোর সময় বাজারে আসছে করোনার নতুন টিকা, শিশুরাও টিকা পাবে এবারে

ভ্যাকসিন নিয়ে দেশে আকালের মধ্যেই সুখবর! দেশে ফের আসছে করোনার ভাইরাস প্রতিরোধে নয়া টিকা। কিন্তু সব থেকে মূল যে খবর এবারের টিকা শুধু প্রাপতবয়স্কদের জন্যে নয়, শিশুদেরও দেওয়া হবে এই নতুন ভ্যাকসিন। শুক্রবার সিরাম ইনস্টিটিউটের (Serum Institute Of India) সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, আসছে অক্টোবরে অর্থাৎ পুজোর মধ্যেই বাজারে আসতে পারে করোনার নয়া ভ্যাকসিন, কোভোভ্যাক্স(Covovax)। যদিও আপাতত এই টিকা শুধুই আসছে প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এই কোভোভ্যাক্স টিকা পাবে শিশুরাও। অর্থাৎ আর কিছু গন্ডগোল না হলে পুজোর আগেই মিলবে এই নতুন করোনা ভ্যাকসিন।

আদর পুনাওয়ালা (Adar Poonawalla) বলেন, ‘কোভোভ্যাক্স টিকা ২০২১ সালের অক্টোবর মাস থেকেই প্রাপ্তবয়স্কদের জন্য চালু হতে চলেছে। আর নাবালকদের জন্য এই টিকা চালু হবে আগামী বছর। তার আগে অতি অবশ্যই DGCI-এর দেওয়া ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি। এই নতুন করোনা ভ্যাকসিনের দু’টি ডোজের টিকা বেশ কম দামেই ভারতের মানুষের জন্য বাজারে পাওয়া যাবে।’ প্রসঙ্গত দিন ২ আগে শুক্রবার সংসদে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে আসেন সিরাম ইন্সটিটিউটের আদর পুনাওয়ালা।

বৈঠক শেষে বেরোনোর সময় তিনি অক্টোবরের মধ্যে নতুন করোনা ভ্যাকসিন তৈরির খবরে সীলমোহর দেন। পাশাপশি জানান ১২ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্যও করোনা টিকা তৈরী হয়ে যাবে। তবে ১২ বছরের নীচে যাদের বয়স তাদের টিকার জন্য ২০২২ সালের প্রথম তিন মাস মতন অপেক্ষা করতে হবে। অমিত শাহ ও তার মধ্যে মধ্যে কোভিশিল্ডের উৎপাদন বাড়ানো নিয়েও বিস্তারিত কথা বার্তা হয়। এই মুহূর্তে এক এক মাসে করোনা টিকা কোভিশিল্ডের ১৩০ মিলিয়ন ডোজ উৎপাদন করা হচ্ছে বলেও জানিয়েছেন আদার পুনওয়ালা। একইসঙ্গে এই দিন মিস্টার পুনওয়ালা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গেও সাক্ষাৎ করে আসেন।

করোনা টিকা কোভোভ্যাক্সের (Covovax) ট্রায়াল ১২ বছর থেকে ১৮ বছর বয়সীদের শুরু হবে এই মাসেই। সিরাম ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে ট্রায়ালে ১০টি শহরে থেকে অংশ নিতে চলেছে ৯২০ শিশু। ইতিমধ্যেই ১২ বছর বয়সী থেকে ১৭ বছর বয়সী ৪৬০ জনের উপরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে টিকা। এমনকি করোনা টিকার ২ থেকে ১১ বছর বয়সীদের ট্রায়ালে থাকবে একই সংখ্যক শিশু। করোনা ভাইরাসের উপর কোভোভ্যাক্সের কার্যক্ষমতা ৯০ শতাংশ বলে জানা গিয়েছে। তবে এখনও এই টিকা ছাড়পত্র পায়নি।

Related posts

ছাগলে খেল ধান, আর তার কারণে মর্মান্তিক ভাবে মৃত্যু হল ৬ মাসের শিশুর! ঘটনাটা ঠিক কী?

News Desk

বার বার কাজে যাওয়ার জন্য জোর করতেন স্ত্রী, রেগে গিয়ে কাচি নিয়ে হামলা স্বামীর, তারপর

News Desk

অবশেষে নিজের ‘বায়োপিক’ এ সম্মতি সৌরভের! মহারাজের চরিত্রে কে অভিনয় করেছেন জানেন?

News Desk