অলিম্পিকে অ্যাথলেটিক্সের ইতিহাসে প্রথমবার পদক জিতে এনে দিয়েছেন নীরজ চোপড়া। তাকে ঘিরে আবেগে ভাসছে দেশ। এবারের সামার অলিম্পিক থেকে তার একমাত্র সোনার পদকটি ভারত এনেছে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাত ধরে। এই ঘটনার মাত্রই কিছু সময় বা বলা ভাল কয়েকটা দিন কেটেছে। কিন্তু নীরাজকে নিয়ে নতুন নতুন কৌতূহলের শেষ নেই। ভারতের ১০০ বছরের বেশি সময়ের পর অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম বার অ্যাথলেটিক্সের মঞ্চ থেকে তাও একেবারে সোনার পদক ছিনিয়ে এনে নীরজ এখন ভারতের সোনার ছেলে। স্বাভাবিক ভাবেই নীরজকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন মহল থেকে তার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। প্রায় ১১ কোটি টাকার মত পুরষ্কার মূল্য ইতিমধ্যেই নিশ্চিত। তবে এই সব কিছুর মধ্যেও সুদর্শন নীরজ কে নিয়ে নাকি বায়োপিকের ভাবনা চিন্তা করছে বলিউড।
বলিউডের প্রযোজক, পরিচালকরা মুখিয়ে রয়েছেন হরিয়ানার এই কৃষক পরিবারের ছেলের কাহিনী রুপোলি পর্দায় তুলে ধরতে। এই বিষয়ে নীরাজ এর নিজের কি প্রতিক্রিয়া নীরজের তা সাফ জানিয়েছেন, এই মুহূর্তে খেলাধুলাই তার ধ্যানজ্ঞান। নিজের বায়োপিক নিয়ে এখন মোটেই ভাবতে নারাজ এই ২৩ বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার।
এখনই তাঁকে নিয়ে কোনও ধরনের বলিউডে বায়োপিক চলচিত্র তৈরী হোক, সেই বিষয়ে বেশ আপত্তি রয়েছে তাঁর। এর পরিবর্তে সামনের খেলার প্রতিযোগিতাগুলি যেমন পরের বছরের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসকেই এখন পাখির চোখ করছেন নীরজ। ওই সমস্ত প্রতিযোগিতাতে স্বর্ণপদক জেতাই ভারতীয় সেনাবাহিনীর এই সুবেদারের প্রাথমিক লক্ষ্য।
নিজের ছোঁড়া জ্যাভলিনের দূরত্ব বাড়িয়ে ৯০ মিটার পর্যন্ত নিয়ে যেতে চান নীরজ। তারপরই জোরকদমে প্রস্তুতি নেবেন পরের প্যারিস অলিম্পিকের জন্য।
যখন খেলাধুলার ক্যারিয়ার শেষে অবসর নেবেন তখন নিজের বায়োপিক নিয়ে ভাববেন। মজা করে নীরজ আরো বলেছেন বায়োপিকে দেখানোর জন্যে দেশের হয়ে আরো বেশি পদক জিতে সিনেমার রোমাঞ্চ বাড়াতে চান। বায়োপিক করার জন্য তখন অনেক সময় পাওয়া যাবে। কিন্তু সামনের অলিম্পিক ছাড়া অন্যদিকে মন দেওয়ার কোন ভাবনা নেই।
তবে ভারতের সোনার পদক জেতা নীরজ কিন্তু সুদর্শন। উচ্চতায়, চুলের স্টাইল এবং পেশীবহুল চেহারায় বলিউডের কোনো নায়কের থেকে কম সুদর্শন নিন তিনি। নীরজ এর গুণমুগ্ধ নায়িকার তালিকায় আছেন ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আরো অনেকে। এমনকি বলিউড থেকে প্রস্তাবও নাকি তিনি আগেই পেয়েছিলেন। কিন্তু না করে দেন সেই প্রস্তাবে।
আর এই সব কিছুর মাঝেই নীরজের একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে। যাতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার বায়োপিক হলে নিজের ভূমিকায় নীরজ কাকে দেখতে চান?
২০১৮ সালে ‘দ্য ক্যইন্ট’-কে দেওয়া ওই ইন্টারভিউ -এ নীরজ জানিয়েছিলেন নিজের বায়োপিক কখনও যদি তৈরী হয় তাহলে অক্ষয় কুমার বা রণদীপ হুডাকে নিজের চরিত্রে দেখতে চান তিনি।